নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দিপালী রানী ধর (৬০) ও উত্তম কুমার ধর (৩৮) নামে দুজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করে পলাশ ফায়ার সার্ভিস।
এর আগে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পলাশ উপজেলার সান্তানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ দুজন সম্পর্কে মা-ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতে ঘরের ভেতরে রান্নার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিকে খবর দেওয়া হয়। এর মধ্যে স্থানীয়রা দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে এনে আহত দুজনকে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন চিকিৎসকরা। তবে গুরুতর আহত দুজনের শরীরের কত অংশ পুড়ে গেছে তা এখনও জানা যায়নি ।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।