মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- ব্যবসায়ী মহিদুর রহমান ও তার মেয়ে বায়রা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাফা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী মেয়ে রাফাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর রহমান। সাঁতার শেখার একপর্যায়ে মেয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু অনেক খোঁজার পরও বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান বলেন, বুধবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন। কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। তারা বাবা-মেয়ের লাশ উদ্ধার করেন।