X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৬

গোপালগঞ্জে এক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মোড় থেকে তাকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেফতার বেলায়েত হোসেন সরদার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আহামেদ আলী বিশ্বাস বলেন, সম্প্রতি টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগের মামলায় বেলায়েত হোসেন এক নম্বর আসামি ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে একটি সভা শেষে বাড়ি ফিরছিলেন, তখন তাকে টুঙ্গিপাড়া উপজেলা মোড় থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশক্রমে পরে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মিয়া বাদী হয়ে কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারসহ ৬১ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিজ বাড়িতে আসার কর্মসূচি ছিল। ওই দিন বিকাল ৫টায় তার গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। এ সময় অনেক নেতাকর্মী আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে স্বাগত জানানোর জন্য টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নীলফা বাজারে অবস্থান করছিলেন বিএনপি নেতাকর্মীরা। তখন ঘোনাপাড়ার ওই মারামারির ঘটনাটি জানাজানি হলে কুশলীর আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ ছাড়া এস এম জিলানীকে স্বাগত জানানোর তোরণ ফেস্টুন ভাঙচুর করে।

উল্লেখ্য, একই মামলায় গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে দুই নম্বর আসামি আওয়ামী লীগ নেতা মিজান সিকদারকে (৫৫) উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার থেকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। তিনিও আদালতের নির্দেশে গোপালগঞ্জ কারাগারে রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
অপারেশন ডেভিল হান্ট: রূপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
রাজধানীতে ঝটিকা মিছিল: ডিবির হাতে গ্রেফতার ১১ জন
সর্বশেষ খবর
সাবেক এমপি সারোয়ার কবিরের রিমান্ড
সাবেক এমপি সারোয়ার কবিরের রিমান্ড
নেপালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে সিরিজ খোঁয়ালো বাংলাদেশ
নেপালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে সিরিজ খোঁয়ালো বাংলাদেশ
সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য আরও বাড়তে পারে: বিশ্বব্যাংক
বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য আরও বাড়তে পারে: বিশ্বব্যাংক
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ