X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পাটের ফলন ও দাম কম, লোকসানের মুখে চাষিরা

ফরিদপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১

পাট উৎপাদনের রাজধানীখ্যাত ফরিদপুরে ন্যায্যমূল্য না পেয়ে চাষিদের মুখে হাসি নেই। উৎপাদন মৌসুমেও রফতানিযোগ্য এই পণ্যটির সরবরাহ কম। যারা বাজারে পণ্যটি নিয়ে এসেছেন তাদের কপালেও চিন্তার ভাঁজ। কারণ যে দোকানেই যাচ্ছেন, প্রত্যাশিত দাম কেউ বলছেন না। ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

জেলায় পাটের বাজারখ্যাত কানাইপুর। সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার বসে হাট। এই হাটে পাট কিনতে আসেন অনেকে। সর্বশেষ মঙ্গলবার সকালে বেচাকেনায় ছিল মন্দাভাব। অথচ এখানে যেকোনও মৌসুমে বাজার থাকে সরগরম। সকালে বাজারে গিয়ে দেখা গেছে, কয়েকজন চাষি কেউ ভ্যানে করে, কেউ মাথায় করে তাদের কষ্টার্জিত কৃষিপণ্যটি বিক্রি করতে এই বাজারে এসেছেন। কিন্তু দাম শুনে তাদের মন খারাপ।

উৎপাদন মৌসুমেও রফতানিযোগ্য এই পণ্যটির সরবরাহ কম

চাষিরা বললেন, এই অঞ্চলের পাটের মান ভালো হওয়ার পরও ন্যায্যমূল্য পাচ্ছেন না। বিভিন্ন বাজার ও আড়তগুলোতে ভালো মানের একমণ পাট দুই হাজার ৮০০ থেকে তিন হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। খরার কারণে পাটগাছ বড় ও মোটা হতে পারেনি এবার। যে কারণে আঁশ কম হওয়ায় ফলন কমেছে। এ ছাড়া বীজ, সার, তেল, ওষুধ আর মজুরি খরচ বেশি হওয়ায় এই দামে বিক্রি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।

কয়েকজন চাষি ও ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এই মৌসুমে সার, ওষুধ, মজুরি বেশি হওয়ায় পাটের উৎপান খরচ বেড়েছে। তার ওপর আবার সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি।

বাজারে পাট বিক্রি করতে আসা মোতালেব মুন্সী, বিল্লাল মাতুব্বর ও খলিল মোল্লা জানান, প্রতি বছরের মতো এবারও লোকসানের আশঙ্কা নিয়ে নিজেদের চাষযোগ্য সবটুকু জমিতে পাট বুনেছেন তারা। এবার পুরো বর্ষাকাল ছিল অনাবৃষ্টি। সে সময় ডিজেল পুড়িয়ে ক্ষেতে সেচ দিতে হয়েছে। পাট কাটার পর আশপাশের খাল ও নালায় পানি না থাকায় জাগ দিতে ভ্যানে করে দূরে নিতে হয়েছে। জাগ দেওয়ার পর শ্রমিক দিয়ে আঁশ ছাড়ানো ও শুকনোর জন্য যে টাকা খরচ হয়েছে, পরিবারের সদস্যদের যে পরিমাণ শ্রম ও সময় ব্যয় হয়েছে, সেটা অন্য যেকোনও ফসলের জন্য করলে অনেক লাভ হতো। আগামী বছর থেকে আর পাট চাষ করবেন না বলে জানান তারা।

যারা বাজারে পণ্যটি নিয়ে এসেছেন তাদের কপালেও চিন্তার ভাঁজ

চাষিরা বলেছেন, বর্তমানে বাজারে যে দামে পাট বিক্রি হচ্ছে, তাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। উৎপাদন ভালো না হওয়ায় এবার চলমান এই দরে পোষাচ্ছে না। লোকসান গুনতে হবে।

কানাইপুর বাজারের পাট ব্যবসায়ী আনন্দ সাহা, চান মিয়া, জলিল শেখ জানান, ভরা মৌসুমে বাজারে পাট অনেক কম। হাটের দিন যেখানে একজন ব্যবসায়ী পাঁচ থেকে সাত ট্রাক পাট কিনতেন, সেখানে দুই থেকে তিন ট্রাক পাওয়া মুশকিল হচ্ছে। অন্য ব্যবসায়ী ও পাট ক্রেতারাও একই কথা জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেওয়া তথ্যমতে, এ বছর জেলায় ৮৬ হাজার ৫২৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৬১ মেট্রিক টন। লক্ষ্যমাত্রা এবার পূরণ হয়নি। কিছুটা কম উৎপাদন হয়েছে। তবে কতটা কম উৎপাদন হয়েছে, তা জানায়নি কৃষি বিভাগ।

জেলায় পাটের বাজারখ্যাত কানাইপুর। সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার বসে হাট

এ বছর উৎপাদন কম হলেও পাটের গুণগতমান যেকোনও জেলার তুলনায় অনেক ভালো বলে জানালেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। তিনি বলেন, ‘জেলার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় এই অঞ্চলে উন্নতমানের পাট উৎপাদন হয়ে থাকে। বর্তমানে মণ প্রতি ২৮শ থেকে ৩২শ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও উৎপাদন ব্যয় তুলনামূলক বেড়েছে। তবু চাষে  আগ্রহ এখনও আছে চাষিদের। সরকার তাদের প্রণোদনা দিয়ে আসছে। আমরা তাদের পাশে আছি।’

/এএম/ 
সম্পর্কিত
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
কৃষকরা ৮০ টাকায় বিক্রি করছেন রসুন, বাজারে ১২০
গোপালগঞ্জে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান-১০৭ কাটা উৎসব
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু