X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

ঘাটাইলে স্কুলছাত্রসহ ৪ জনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্নস্থান থেকে স্কুলছাত্রসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনা, সেপটিক ট্যাংক ও জলাশয় থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। রবিবার (৮ সেপ্টেম্বর) দিকের বিভিন্ন সময় ঘাটাইল থানা পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্নস্থান থেকে লাশগুলো উদ্ধার করে।

জানা গেছে, রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একজনের লাশ পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত সৈয়দ মিয়া (২৪) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা ও ছেঁড়া চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। একই সময় উপজেলার কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি জলাশয়ের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন (৪০) নামের একজন ওষুধ ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। 
নিহত সাজ্জাদ উপজেলার কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। তিনি টাঙ্গাইল পৌরসভার বটতলা এলাকায় ওষুধের দোকান করতো। নিহত সাজ্জাদের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় রঞ্জু মিয়ার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জুলহাস উদ্দিন (৫৫) নামে এক শ্রমিক ট্যাংকিতে পড়ে গিয়ে মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার চান্দশি গ্রামে।

একইদিন বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া সেতুর কাছে মোটরসাইকেল ও সিলিন্ডার গ্যাস বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহিন হাসান মুন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। তিনি উপজেলার লাউয়া গ্রামের জুলফিকারের ছেলে ও ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

ঘাটাইল থানার ওসি সজল খান জানান, বিভিন্ন ঘটনায় চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সৈয়দ মিয়ার লাশ ব্যতীত বাকি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সৈয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা হত্যা মামলা করবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় এসে জানায় পরীক্ষা খারাপ হয়েছে, কিছুক্ষণ পর মিললো মরদেহ
রামপুরায় প্রেমিকার রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভুট্টাক্ষেতে মিললো অর্ধগলিত লাশ
সর্বশেষ খবর
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
৮১২ কোটি টাকা আত্মসাৎতারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন
ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?