X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ১৬:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৬:৪৭

গাজীপুরের টঙ্গীতে বিরোধের জেরে সেলিম মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। পেশায় তিনি বাবুর্চি। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে টঙ্গীর কেরানীটেক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার দাবি করেন, স্থানীয় যুবক রনি ও খালেকের সঙ্গে আমার স্বামী সেলিম মিয়ার বিরোধ ছিল। ভোরে কেরানীটেক বস্তি এলাকায় রনির মায়ের ঘরের সামনে অভিযুক্তরা আমার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে স্বামীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমি মামলা করবো।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ বলেন, গুরুতর আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার এসআই এম সাফায়েত ওসমান জানান, যুবক সেলিম মিয়া তার স্ত্রীকে নিয়ে কেরানীটেক বস্তি এলাকায় বকুলের বাড়িতে ভাড়া থাকতেন। সেলিমের স্ত্রী বৃষ্টি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। সকাল ১০টায় পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে হামলা ও মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তা জানা যায়নি। নিহতের স্ত্রী অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে মসজিদের ভবন নির্মাণকাজ উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব
ঠাকুরগাঁওয়ে মসজিদের ভবন নির্মাণকাজ উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব
একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি: সালাহউদ্দীন আহমদ
একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি: সালাহউদ্দীন আহমদ
স্বার্থান্বেষী মহলের চাপে ত্রুটিপূর্ণ ড্যাপ চালু হয়েছে: রিহ্যাব সভাপতি
স্বার্থান্বেষী মহলের চাপে ত্রুটিপূর্ণ ড্যাপ চালু হয়েছে: রিহ্যাব সভাপতি
ড্রেনে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ 
ড্রেনে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ 
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা