কুমিল্লায় বন্যার পানিতে একটি লাশ ভেসে আসতে দেখা গেছে। রবিবার (২৫ আগস্ট) সকালে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে লাশটি ভাসতে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি খন্দকার আবুল হাসনাত।
তিনি জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষের লাশ। তার বয়স ৪৫ থেকে ৫০ এর মধ্যে। তাকে আগে বুড়িচং বাজারের দিকে ভবঘুরে হয়ে ঘুরতে দেখতেন স্থানীয়রা।
তিনি আরও জানান, তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে আটকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।