X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

অবৈধ ড্রেজিংয়ের ফলে ধসে পড়েছে গুচ্ছগ্রাম প্রকল্পের ১০ ঘর

রাজবাড়ী প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৮:৪৩আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২০:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চর বেতকা গুচ্ছগ্রাম প্রকল্পের ১০টি ঘর খালে ধসে পড়েছে। প্রকল্পের ঘরগুলোর পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়। সেখানকার আরও কয়েকটি ঘরসহ আশ্রয়কেন্দ্রের একমাত্র ক্লাব ঘরটি ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে বিশাল পদ্মা নদীর ওপার দুর্গম ওই চর এলাকা পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় তিনি ধসে যাওয়া স্থানে গার্ড ওয়াল নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের গৃহের ব্যবস্থা করা এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

আশ্রয়কেন্দ্রের কয়েকজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় একটি সরকারি রাস্তা নির্মাণের জন্য আশ্রয়কেন্দ্রের পাশ থেকে ড্রেজিং করে বালু তোলা শুরু করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এর মধ্যে রয়েছে পাবনার ঢালারচর এলাকার ড্রেজিং মালিক মতিন, তার সহযোগী স্থানীয় সাবেক ইউপি সদস্য জালাল, খাজা মন্ডল, হাবি শেখ, আক্কাস, কেরামত প্রমুখ।

অবৈধ ড্রেজিংয়ের ফলে ধসে পড়েছে গুচ্ছগ্রাম প্রকল্পের ১০ ঘর

তিনি জানান, রাস্তার কাজ শেষ হয়ে গেলেও তারা দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন বসতবাড়িতে বালু সরবরাহ করতে থাকে। এভাবে এখানে গভীর বিশালাকার খালের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের সময় তাদেরকে নিষেধ করলে নানা ধরনের ভয়ভীতি দেখায় তারা।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের এখন বিকল্প কোনও থাকার ব্যবস্থা নেই। অথচ এ আশ্রয়কেন্দ্রের অনেক ঘর অনেকে অযথা দখল করে রেখেছে। আশ্রয়কেন্দ্রের ঘরগুলোও জরাজীর্ণ হয়ে গেছে। নেই পর্যাপ্ত টিউবওয়েল। নষ্ট হয়ে গেছে সবগুলো শৌচাগার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে দ্রুতই ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা এবং ধসে যাওয়া স্থান মেরামত করাসহ আশ্রয়ণবাসীর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু
সংসদে প্রধানমন্ত্রী২০৩৫ সালে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হবে হাইড্রোজেন জ্বালানি
সর্বশেষ খবর
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা