X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১
সাপের কামড়ে মৃত্যু

ওঝার কথা বিশ্বাস করে দাফনে দেরি, ওষুধ আনতে গিয়ে আর ফেরেননি

গাজীপুর প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ০৯:৫৬আপডেট : ৩০ জুন ২০২৪, ১০:১৫

প্রতিবেশীদের সঙ্গে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যাওয়ার সময় এক ব্যক্তির পায়ে সাপ কামড় দেয়। শুক্রবার (২৮ জুন) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনেরা তাকে আহত অবস্থায় প্রথমে ওঝার কাছে নিয়ে যান। পরে সেখান থেকে রাতেই পাশের টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ জুন) ভোরে ওই রোগী মারা যান।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের ইউনুছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সাইফুলের জানাজা হওয়ার কথা ছিল। স্বজনেরা তার দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করলে সাভার থেকে দুজন ওঝা (একজন নারী ও একজন পুরুষ) সাইফুলের বাড়িতে উপস্থিত হন। ওঝা সাইফুলের স্বজনদের বলেন, তারা সাইফুলকে জীবিত করতে পারবেন। সাপের কামড়ে মৃত ব্যক্তিকে তারা জীবিত করতে পারেন বলে নিহতের পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করেন এবং সফল হন। শুধু তাই নয়, তারা সাপের কামড়ে সাত দিন আগের মৃত ব্যক্তিকেও পুনরায় জীবিত করেছেন বলে দাবি করেন। এ বিষয়ে তারা অনেক অভিজ্ঞ। তাদের কথায় আশ্বস্ত হয়ে সাইফুলের স্বজনেরা লাশ দাফনের সকল প্রস্তুতি থাকার পরও দুপুরে দাফন করেননি।

দুপুরের পর থেকে মৃতের বাড়ির পাশে পতিত জমিতে কলা গাছ ও পাতিল রেখে সাইফুলের শরীর থেকে বিষ নামানোর আয়োজন করেন। তাদের এ কথা শুনে গ্রামের আশপাশের উৎসুক জনতা ওই জমির চারদিকে অবস্থান নিয়ে তাদের কার্যক্রম দেখেন। রাতের মধ্যে সাভার থেকে ওষুধ এনে বাকি কাজ সম্পন্ন করার কথা বলে তারা (দুই ওঝা) সন্ধ্যায় সাভার চলে যায়। সাভার থেকে ফিরে রাতেই মৃত সাইফুলের শরীর থেকে বিষ নামিয়ে তাকে জীবিত করার নিশ্চয়তা দিয়ে যান স্বজনদের। এলাকাবাসী, স্থানীয় উৎসুক জনতা এবং স্বজনেরা তাদের আসার অপেক্ষায় ছিলেন। এদিকে রাত পেরোলেও আসেননি ওই দুই ওঝা। পরে রবিবার (৩০ জুন) সকাল ৮টায় লাশ দাফন করা হয়।

গ্রামবাসী বলেন, ‘শনিবার দুপুরে সাইফুলের জানাজা হওয়ার কথা ছিল। সাত দিন আগের সাপে কাটা ব্যক্তিকেও তারা (ওঝা) জীবিত করেছেন। তাদের এরকম কথায় বিশ্বাস করে মৃতের স্বজনেরা এই আয়োজন করেন।’ বর্তমান সময়ে এসে কুসংস্কার ছড়ানো এসব ওঝার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘সাইফুল নামে এক ব্যক্তি সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শুনেছি। মৃত ব্যক্তির স্বজনদের আশা, যদি ওঝা সাইফুলকে ভালো করতে পারেন! এজন্য ওঝার কথা বিশ্বাস করে মৃতের স্বজনেরা এ আয়োজন করেছেন। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তবে ওঝাদের বিষয়ে কোনও ব্যবস্থা নেবেন কিনা, এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে বাংলাদেশের বড় আফসোস কী, জানালেন সাকিব
বিশ্বকাপে বাংলাদেশের বড় আফসোস কী, জানালেন সাকিব
শেরপুরে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি
শেরপুরে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি
‘ব্যাংকের কথা এলে আতঙ্ক চলে আসে’
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল পাস‘ব্যাংকের কথা এলে আতঙ্ক চলে আসে’
কদমতলীতে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
কদমতলীতে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে