X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

‘চুরির টাকা’ নিলেন স্বামী, খুন হলেন স্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি 
২৬ জুন ২০২৪, ১৯:০৪আপডেট : ২৬ জুন ২০২৪, ১৯:০৪

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গৃহবধূ আকলিমা বেগম (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার ‘মূলহোতা’ মো. পারভেজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চুরির টাকায় অটোরিকশা কিনতে ব্যর্থ হয়ে দুঃসম্পর্কের শাশুড়ি আকলিমাকে কুপিয়ে হত্যা করেছিল সে। 

নিহত আকলিমা নড়িয়া উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের অটোরিকশাচালক কালু মালের স্ত্রী। পারভেজ ঢাকার যাত্রাবাড়ীর মো. আলী হোসেনের ছেলে। বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

পুলিশ জানায়, গত ১৬ জুন উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের বাড়ি থেকে আকলিমার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরদিন আকলিমার মেয়ে মাহামুদা আক্তার বাদী হয়ে নড়িয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। মামলা তদন্ত করতে গিয়ে পারভেজের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আকলিমাকে হত্যার কথা স্বীকার করেছে পারভেজ। মঙ্গলবার শরীয়তপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এই যুবক।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম

স্বীকারোক্তির বরাতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘আকলিমার দুঃসম্পর্কের ভাগনি জামাই পারভেজ। চলতি মাসের শুরুতে একটি অটোরিকশা কিনে দেওয়ার জন্য আকলিমার স্বামী কালুকে এক লাখ ৭০ হাজার টাকা দেয় পারভেজ। কিন্তু অটোরিকশা কিনে দেননি কালু। গত ১৪ জুন বাড়িতে এসে ওই টাকা দাবি করে। কালু পরে দেবেন জানালে পরদিন ঢাকায় চলে যায়। ১৬ জুন আবারও বাড়িতে এসে পাওনা টাকা চায়। ওই সময় কালু বাড়িতে ছিলেন না। বারবার বাড়িতে টাকা চাইতে আসায় আকলিমার সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয় পারভেজের। এতে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নাক, কান ও গলায় থাকা স্বর্ণালঙ্কার নিয়ে ঢাকায় চলে যায়।’

আট বছর আগে একই কায়দায় পলি আক্তার নামে আরেক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছিল পারভেজ উল্লেখ করে পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘সে ঘটনায় করা মামলাটি বিচারাধীন আছে। দুটি হত্যাকাণ্ডের তথ্য বিবেচনা করে বলা যায়, পারভেজ সিরিয়াল কিলার। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। অটোরিকশা কেনার জন্য আকলিমার স্বামীকে যে টাকা দিয়েছিল, সেগুলো ঢাকার মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল থেকে চুরি করে এনেছিল। এজন্য দিতে গড়িমসি করেছেন কালু।’

 

/এএম/
সম্পর্কিত
পাহাড়ি তরুণীদের চীনে পাচার: ভাইবোনসহ তিন জন গ্রেফতার
এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন ৮ আগস্ট
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
সর্বশেষ খবর
প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউই বিজয়ী হবো না: পরিবেশমন্ত্রী
প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউই বিজয়ী হবো না: পরিবেশমন্ত্রী
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার
রাজনীতিকদের ‘মিথ্যা বলা’ নিষিদ্ধ করবে ওয়েলশ
রাজনীতিকদের ‘মিথ্যা বলা’ নিষিদ্ধ করবে ওয়েলশ
আন্তর্জাতিক ১১ রুটে লাভে বিমান, ৬টি অলাভজনক
আন্তর্জাতিক ১১ রুটে লাভে বিমান, ৬টি অলাভজনক
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন