X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ১৫:৫২আপডেট : ১৯ জুন ২০২৪, ১৫:৫২

রাজবাড়ীতে কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারসংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ ও একই ইউনিয়নের ব্যবসায়ী আকবর খানের সহযোগীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনা। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও ব্যবসায়ী আকবর খানের বড় ভাই লুৎফর খান, ভাতিজা শাহরুখ খান ও শাওন খান গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ ও ব্যবসায়ী আকবর খানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আকবর খান চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে চেয়ারম্যানের ছোট ভাই হাসান শেখ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

চেয়ারম্যানের ভাই জাকির শেখ বলেন, ‘অস্থায়ী পশুর হাট নিয়ে আকবর খান আমার ভাইকে ফোনে হত্যার হুমকি দেয়। পরে ২০-২৫ জন লোক নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনাকে কুপিয়ে জখম করা হয়।’

দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আকবর খানের নেতৃত্বে কিছু মুখোশধারী সন্ত্রাসী আমার ও আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে। এতে আমি, আমার কলেজপড়ুয়া ছেলে, আমার ছোট ভাই-বোনসহ ৭-৮ জন আহত হয়। মূলত আকবর খানের ছোট ভাই চেয়ারম্যান নির্বাচন করবে। এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আমার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।’

ব্যবসায়ী আকবর খান বলেন, ‘অস্থায়ী পশুর হাটে রৌদ্রের মধ্যে যারা কষ্ট করেছে তাদের টাকা না দিয়ে চেয়ারম্যান একাই সব আত্মসাৎ করে। এই কথা ফোনে চেয়ারম্যানকে বলায় সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আমি বাজারে আসলে তার ভাইসহ ৫০-৬০ জন আমার ওপর হামলা চালায়। এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজু আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এ সময় আমার বড় ভাই লুৎফর খান, ভাতিজা শাহরুখ খান ও শাওন খানকে কুপিয়ে জখম করে তারা।’

তিনি আরও বলেন, ‘বুধবার (১৯ জুন) সকাল ১০টার পরে আমার ভাবি ছেলে-মেয়ে নিয়ে রাজবাড়ী শহর থেকে গ্রামের বাড়ি আসার পথে চেয়ারম্যানের লোকজন তাদের গাড়িতে হামলা করেছে।’

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দাদশীর চেয়ারম্যানসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেকের শরীরে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যানসহ ৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনও পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাইনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
পল্লীবিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজারসহ দুজন নিহত
গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১০
রাতে ঘুমিয়ে ছিলেন তাঁবুতে, বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
এমপি আনার হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফয়সালের
এমপি আনার হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফয়সালের
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে: স্পিকার
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে: স্পিকার
হিমাগারে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ
হিমাগারে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ
কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-শি
কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-শি
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল