X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

কাজী নজরুলকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৪, ০১:৫২আপডেট : ২৬ মে ২০২৪, ১২:৪৯

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কাজী নজরুল ইসলামকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। সংকল্প কবিতায় তিনি সারাবিশ্ব হাতের মুঠোয় আনার কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আজ আমরা সারাবিশ্বকে প্রযুক্তির মাধ্যমে হাতের মুঠোয় এনেছি। এটি তারই সংকল্প। তিনি কুসংস্কার, কূপমন্ডুকতার বিরুদ্ধে থেকে সাম্যের পক্ষে কথা বলেছেন। নজরুল আমাদের যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ভান্ডার দিয়ে গেছেন, এর মধ্যে আমাদের অবগাহন করতে হবে। তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পথ সুগম হবে।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে জন্মজয়ন্তী সভার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও শ্রীপুরের নেতাজী সুভাষ-কাজী নজরুল সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট।

“ভাগ হয়নিকো নজরুল” প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর প্রতীক আনোয়ার হোসেন পাহাড়ীর সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন ট্রাস্টের সভাপতি শ্রী বিমল চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা, কলকাতা ছায়ানটের প্রেসিডেন্ট শমরিতা মল্লিক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ইতিহাসবিদ ড. সুনীল কান্তি দে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে ও নেতাজী সুভাষ-কাজী নজরুল সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী সালাহ উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জের বাদশা মিয়া, তানিশা ও তাদের দল। বিদ্রোহীসহ দুটি কবিতা আবৃত্তি করেন টিটো মুন্সী ও আগমনী কবিতা আবৃত্তি করেন সীমা ইসলাম।

 

/এএম/এমএস/
সম্পর্কিত
যুক্তরাজ্যে কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টারের প্রথম সভা
স্বামীসহ ডা. দীপু মনির ৬ কোটি টাকা অবরুদ্ধ
আনিসুল-ইনু-মেনন-দীপু মনি-সাদেক খানের রিমান্ড
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু