X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কাকে ভোট দিলেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক?

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৫:৫৬আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:১৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মামাতো ও খালাতো ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বুধবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ড. আব্দুর রাজ্জাক। 

আব্দুর রাজ্জাকের খালাতো ভাই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সাবেক এই মন্ত্রীর মামাতো ভাই। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খালাতো ভাই হীরাকে সমর্থন দেন আব্দুর রাজ্জাক। নেতাকর্মীদের তার পক্ষে কাজ করা নির্দেশনা দেন। এদিকে মঞ্জুরুল ইসলাম তপনের সঙ্গে তার কোন্দলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামী লীগের একাংশ মন্ত্রীর পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন, হীরাকে সমর্থন করছেন। আব্দুর রাজ্জাক তাকেই ভোট দিয়েছেন।

মুশুদ্দি খন্দকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দয়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যর দুপুরে তার ভোট দেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।’

ভোট দেওয়া শেষে আব্দুর রাজ্জাক বলেন, ‘কেন্দ্রে ভোটারের অংশগ্রহণ ভালো। শান্ত পরিবেশ রয়েছে, ভোট দিতে কোনও বাধা নেই। আমি নিজেও ভোট দিয়েছি।’

এই উপজেলায় আব্দুর রাজ্জাকের ভাই ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি (আনারস), সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম (হেলিকাপ্টর) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলায় সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/আরকে/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তিন পদ্ধতি বিবেচনায় নিচ্ছে ইসি
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
সর্বশেষ খবর
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল