X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

জিয়ার ম্যুরাল ভাঙার প্রতিবাদে বিএনপির আলটিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ০৬:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৬:১৫

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হলের ছাদে থাকা প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে নিন্দা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ম্যুরাল ভাঙার ঘটনা ঘটে। তবে বিকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ম্যুরাল ভেঙে ফেলার পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলার ঘটনায় আমরা ব্যথিত, হতবাক ও ক্ষুব্ধ। তিনি স্বাধীনতার ঘোষক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এটা ভেঙে ফেলার ব্যাপারে এমন কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ম্যুরাল যথাস্থানে না বসালে আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দেবো এবং তাদের (অভিযুক্ত) বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্থাপিত এ অডিটোরিয়াম ‘জিয়া হল’ নামে পরিচিত। এটি একটি পরিকল্পিত ঘটনা। সরকারি দলের পরিকল্পনায় এই ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘জিয়া হল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে ম্যুরাল ভাঙার কোনও উদ্যোগ আমরা নিইনি। এটা কারা করেছে তা তদন্ত করে দেখা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম  শামীম ওসমান জাতীয় সংসদে জিয়া হল ভেঙে সেখানে ছয় দফা মঞ্চ করার প্রস্তাবনা রাখেন। পরে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই হল ভেঙে নতুন করে ছয় দফা মঞ্চ, গ্যালারি, উন্মুক্ত স্থান নির্মাণের ঘোষণা দেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘লালনের গান পোস্ট করে সঞ্জয় ধর্মীয় বিদ্বেষ ছড়াননি’
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বশেষ খবর
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!