X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ৪ জনকে পিটিয়ে হত্যা, মামলার আসামি দুই শতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ০২:৩৪আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে চার জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন খান বাদী হয়ে এ মামলা করেছেন। রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত চার জনের মধ্যে তিন জনের নাম-পরিচয় পাওয়া গেছে। অপরজন অজ্ঞাত। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

পরিদর্শক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতির মামলা, অস্ত্র আইনে মামলা, ডাকাতি চেষ্টার মামলা আছে। নিহত জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতির অনেকগুলো মামলা রয়েছে। সে ডাকাত দলের সর্দার।

এর আগে রবিবার রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে চার জনকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন সোনারগাঁয়ের রাজাপুর শেখেরহাট গ্রামের জাকির হোসেন (৩৬), আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), একই উপজেলার জালাকান্দী গ্রামের মজিদ হোসেনের ছেলে নবী হোসেন (৩৫)। আব্দুর রহিম গত বছরের মার্চে ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। নবী হোসেনের বিরুদ্ধেও ডাকাতির মামলা রয়েছে। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত মোহাম্মদ আলীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার কাজরদী গ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন ডাকাতরা এক জনকে কুপিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে গ্রামবাসী ক্ষুব্ধ ছিল।

রবিবার রাতে কয়েকজনকে উপজেলার বাঘরী গ্রামের বিলের পাশে ঘোরাফেরা করতে দেখে আশপাশের একাধিক গ্রামের মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হয়। পরে গ্রামবাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিয়ে কয়েকজনকে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে একজনের লাশ উদ্ধার করে এবং দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় আরেক আসামির দায় স্বীকার
রানা প্লাজা ট্র্যাজেডি: ক্ষতিপূরণ মামলা শুনানির অপেক্ষায় কেটে গেলো এক যুগ
সাবেক উপমন্ত্রী জ্যাকবের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
প্রথম বিভাগে নেমে গেলো পারটেক্স
প্রথম বিভাগে নেমে গেলো পারটেক্স
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ