X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এবার এমপি হলে যে ১০ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: সৈয়দা জাকিয়া নূর লিপি

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। ভোট সামনে রেখে এখন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নির্বাচনি ইশতেহারের পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার এমপি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি উন্নয়নমূলককাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নৌকা প্রতীকের এই প্রার্থী।

নির্বাচনি পথসভায় বক্তব্য রেখেছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি

সৈয়দা জাকিয়া নূর লিপির ১০ প্রতিশ্রুতি

১. কিশোরগঞ্জ পৌরসভার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন নিশ্চিতকরণ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

২. নরসুন্দা নদী অবৈধ দখল-দূষণমুক্তকরণ এবং লেক সিটির সার্বিক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন।

৩. দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে তরুণ-তরুণীদের কর্মসংস্থান নিশ্চিতকরণ।

৪. গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পূর্ণ কার্যক্রম চালুকরণ।

৬. মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারী, ভূমিদস্যু ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠন।

৭. নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ।

৮. সবার জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

৯. কৃষক ও শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ।

১০. আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন।

সৈয়দা জাকিয়া নূর লিপির ১০ প্রতিশ্রুতি

সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-১ আসন গঠিত। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী বলেন, ‘গত পাঁচ বছরে এলাকায় যেসব উন্নয়নকাজ করেছি, ভোটাররা সেগুলো বিচার বিবেচনা করে ভোট দেবেন। আশা করছি, এবারও ভোটাররা এমপি হিসেবে আমাকে বেছে নেবেন।’

ভোট সামনে রেখে এখন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি জানিয়ে নৌকার প্রার্থী লিপি আরও বলেন, ‘বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করছি। গত পাঁচ বছর ভোটারদের পাশে থেকেছি। সামনেও তাদের পাশে থাকার চেষ্টা করবো। এবার এমপি নির্বাচিত হলে আমার দেওয়া ১০টি উন্নয়নমূলককাজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু