X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রী-যানবাহনসহ আটকা ৫ ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যানবাহন নিয়ে মাঝনদীতে আটকে পড়েছে ছোট-বড় পাঁচটি ফেরি। তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন এই নৌপথে চলাচলরত যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। শনিবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১২ দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টে কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে এ তিনটি নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে উভয় ঘাট এলাকায় যানবাহন আটকে পড়তে শুরু করে। তিনটি নৌরুটে প্রায় ৩ শতাধিক যানবাহন আটকে রয়েছে। তীব্র শীত ও কুয়াশার মধ্যে মাঝনদীতে নোঙর করে আছে আরও পাঁচটি ফেরি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীরা।

ঘাটে আটকে পড়া ট্রাকচালক মো. শহীদ জানান, রাত ২টার সময় ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে এসেছি। এখনও তিন নম্বর ঘাটে অপেক্ষা করছি। কুয়াশার কারণে নদী পার হতে পারিনি। তীব্র শীতের মধ্যে ঘাট এলাকায় অপেক্ষা করছি।

দূরপাল্লা বাসের চালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘রাত ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে এসেছি। আমার গাড়িতে অনেক নারী, শিশু ও বয়স্ক যাত্রী রয়েছে। তীব্র শীতে তারা অনেক কষ্ট করছে। এখানে খাওয়াদাওয়াসহ অনেক সমস্যা রয়েছে।’

বাসযাত্রী মো. আব্দুল খালেক বলেন, ‘রাত ২টার সময় ফেরিঘাট এসেছি। ফ্যামিলিকে নিয়ে এসে এখানে খুব দুর্ভোগের মধ্যে আছি। আমরা বরিশালে যাবো। কুয়াশা ও তীব্র শীতে খুব কষ্ট হচ্ছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, এই নৌরুটগুলোতে ২৭টি ফেরি চলাচল করে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের
দৌলতদিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে ছোট গাড়ির
দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
সর্বশেষ খবর
বেতন না পেয়ে রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ
বেতন না পেয়ে রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ
২০ ঘণ্টা ধরে অনশনে চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
২০ ঘণ্টা ধরে অনশনে চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প খুঁজছে ভারত ও সৌদি আরব
রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প খুঁজছে ভারত ও সৌদি আরব
এ মামলার সঙ্গে জড়িত নই: আদালত প্রাঙ্গণে দেওয়ান সমির
এ মামলার সঙ্গে জড়িত নই: আদালত প্রাঙ্গণে দেওয়ান সমির
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি