X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫৯ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৯

মানিকগঞ্জে বিএনপির হরতাল চলাকালে যানবাহন পোড়ানোর অভিযোগে পৃথক থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহসহ ৩৫৯ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রাতে সদর, ঘিওর ও সিংগাইর থানায় এসব মামলা হয়েছে। গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীরা হলেন ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, নালী ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার সম্পাদক রাজা মিয়া, সদর থানা বিএনপির কর্মী খলিল মিয়া ও রানা মিয়া, সিংগাইর থানা বিএনপির কর্মী নাজমুল হোসেন ও মো. সালাউদ্দিন।

সদর থানার পুলিশ এবং এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার হরতাল চলাকালে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার তরা এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে একটি বাসে অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় রবিবার রাতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা। এ মামলায় অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় আরেকটি মামলা হয়েছে।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার রহমান ও তার রাজনৈতিক সহকর্মী কাইয়ুম খানকে নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় তাকে মারধর করে তার রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জুলফিকার বাদী হয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের ২৩ নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘হরতালে গাড়ি পোড়ানো এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি তৈরি ও ক্ষয়ক্ষতির অভিযোগে দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভিওআইপি চক্রের মূলহোতা গ্রেফতার, দেড় হাজার সিম ও সরঞ্জাম উদ্ধার
রেলওয়ে পুলিশের অভিযানে ৯ মামলার পলাতক বিল্লালসহ গ্রেফতার ২
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬৪২
সর্বশেষ খবর
মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না