X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বিদেশিদের কথায় ক্ষমতার বদল হবে না: পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ২০:৩০আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২০:৩০

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও সমৃদ্ধ করছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রাস্তাঘাট, সেতু, স্কুল-কলেজ ও মডেল মসজিদসহ মেগা প্রকল্প এই সরকারের আমলে বাস্তবায়ন হয়েছে। এখন মানুষ এসবের সুফল ভোগ করছে।’ 

তিনি বলেন, ‘দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আওয়ামী লীগও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। কাজেই দেশের ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত জনগণের। জনগণ যতদিন চাইবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বিদেশিদের কথায় ক্ষমতার বদল হবে না। কারণ আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে হয়নি, আওয়ামী লীগের জন্ম হয়েছে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত-ঘামে।’

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ আগস্ট) বিকালে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি একদফা দাবিতে আন্দোলন করছে উল্লেখ করে এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘তারা কখনও সরকারের পদত্যাগ দাবি করছেন, কখনও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন। কখনও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দাবি করছেন। আবার কখনও ৩১ দফার কথা বলছেন। আসলে বিএনপির দফা কোনটি? সেটি জাতি জানতে চায়। তারা দেশের জন্য রাজনীতি করে, নাকি বিদেশিদের খুশি করতে রাজনীতি করে? ক্ষমতায় থাকতে লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ ও সন্ত্রাস ছাড়া কিছু কি করেছে তারা? জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি মনে করছে, বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। ক্ষমতায় আসতে হয় জনগণের রায় নিয়ে। আর যারা জনগণকে আগুন দিয়ে পোড়ায়, গ্রেনেড হামলা করে, সন্ত্রাস করে; তারা কখনও জনগণের রায় পাবে না।’

বাংলাদেশ আজ বৃহৎ অর্থনীতির দেশ উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ‘এই অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন করে পরিচিত করে দিয়েছেন। খুনিরা ১৯ বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে আবার নতুন করে দেশ গড়ার কাজ করেছেন। শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম ও সৎ প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম নেত্রী। এজন্য আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

ঘড়িষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আকবর হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

এর আগে দিনব্যাপী পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প জয় বাংলা এভিনিউ, সখিপুর অত্যাধুনিক কেন্দ্রীয় জামে মসজিদ, সখিপুর থানা ভবন, সাব রেজিস্ট্রি অফিস, সোনালী ব্যাংকের শাখা, উত্তরা ব্যাংকের শাখা, অত্যাধুনিক ডাকবাংলো, সোনার বাংলা এভিনিউ, নির্মাণাধীন সেতু, সড়ক এবং গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর কুশল বিনিময় করেন উপমন্ত্রী।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
সর্বশেষ খবর
সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী
সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী
জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল
জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু