X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

আড়িয়াল খাঁ-তে ১০ বার ঘর হারানো নারী এবারও আছেন শঙ্কায়

রফিকুল ইসলাম রাজা, মাদারীপুর
১৫ জুলাই ২০২৩, ০৮:০০আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২৩:০৭

টানা বর্ষণে ও উজানের ঢলে কয়েক দিনে আগেই বেড়েছিল আড়িয়াল খাঁ নদের পানি। তবে সেই পানি নামতে শুরু করলেও নতুন শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। হঠাৎ নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন।

অনেক এলাকায় বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে আরও ঘরবাড়ি, ফসলি জমি, বাগান, স্থাপনাসহ রাস্তাঘাট। ভাঙনরোধে দীর্ঘদিন ধরে স্থায়ী একটি বাঁধের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

আড়িয়াল খাঁ-তে ১০ বার ঘর হারানো নারী এবারও আছেন শঙ্কায়

কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল এলাকার ফাসিয়াতলার তিন নদীর মুখে আনন্দ বাজার, সূর্যমনি, খাসেরহাট, মোল্লার হাট, সিমিতর হাট, ভাটোবালি, আলীপুর, বাঘাবাড়ি, আন্ডারচর, কাচিকাটা গ্রামের বেশ কিছু বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় সরজমিনে দেখা গেছে, ভাঙনরোধে গত বছর পানি উন্নয়ন বোর্ড আলিনগর ও ঝাউদি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে জিও ব্যাগ ফেলেছিল। সেগুলোসহ নদীর তীর ভেঙে বিলীন হয়ে গেছে। এদিকে, ভাঙনে দুশ্চিন্তায় আছেন জেলার সদর উপজেলার তাল্লুক, মহিষেরচর, পাঁচখোলা, কাজিরটেক ফেরিঘাট, বাবনাতলা, ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদি, হোগলপাতিয়া ও চর-হোগলপাতিয়া গ্রামের কয়েক হাজার মানুষ।

আড়িয়াল খাঁ-তে ১০ বার ঘর হারানো নারী এবারও আছেন শঙ্কায়

স্থানীয়দের দাবি, অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলা ও হঠাৎ নদীর পানি কমে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ চান তারা। অন্যথায় বিলীন হতে পারে কয়েক গ্রামের বসতবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

রহিমা খাতুন নামে ৬৫ বছর বয়সী স্থানীয় এক বৃদ্ধা বলেন, ‘চার বছর আগে যেখানে ঘর ছিল সেটি এখন নদী। এরকম বর্ষার সময় হঠাৎ নদী ভাঙা শুরু হয়। তখন বাড়িটা একটু সামনে আনি। সামনে আগাতে আগাতে ১০ বার বাড়ি ভাঙছি। নদী ভাঙতে ভাঙতে আমার সব জায়গা জমি কেড়ে নিয়েছে। এই নদীর জন্য আমি আমার স্বামীরে হারাইছি। আমার ঘরবাড়ি সংসার হারাইছি। এখন আমি অন্যের ঘরে থাকি। ভাঙতে ভাঙতে নদী এ বাড়ির পাশেও এসেছে।’ 

আড়িয়াল খাঁ-তে ১০ বার ঘর হারানো নারী এবারও আছেন শঙ্কায়

স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন বলেন, ‘হঠাৎ নদীর পানি কমে যাওয়ায় আবারও ভাঙতে শুরু করেছে। আর এক হাত নদী ভাঙলেই আমার ঘর ভেঙে যাবে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন অতি তাড়াতাড়ি আমাদের এখানে একটা ব্যবস্থা করে। যাতে আমরা রেহাই পাই।’

ফরিদা বেগম নামে আরেক বৃদ্ধা বলেন, ‘আমার বিয়ের পর থেকে দেখে আছতেছি নদী ভাঙন। প্রায় তিন থেকে চার একর জমি এই নদীতে বিলীন হয়ে গেছে। আমার একটি গাছের বাগান ছিল নদীর পাড় ঘেঁষা, প্রায় ৩০০ এর মতো গাছ লাগিয়েছিলাম। সেই বাগানটিও নদী নিয়ে নিছে। এখন সেই গাছের বাগান থাকলে অনেক টাকা আয় করতে পারতাম। এখন একটু ঘর উঠিয়ে ছেলে সন্তান নিয়ে রয়েছি। যেভাবে নদী ভাঙা শুরু হয়েছে যদি এরকম করে তাহলে আমাদের আর থাকার মতো কোনও স্থান থাকবে না।’

হোগলপাতিয়া গ্রামের মাঝি সবুজ হাওলাদার বলেন, ‘আমাদের এখানে নৌকা ভেড়ানোর ঘাট নেই। এই নদী ভাঙার কারণে আমাদের যে ঘাটটি ছিল সেটি ভেঙে গেছে। এখন আমাদের নৌকা এপার থেকে ওপারে ভিড়াইতে অনেক কিলোমিটার চালাতে হয়। আগে তিন লিটার তেলে নৌকা চালাতে পারতাম সকাল থেকে রাত পর্যন্ত। এখন পাঁচ থেকে ছয় লিটারেও কষ্ট হয়ে যায়।’

আড়িয়াল খাঁ-তে ১০ বার ঘর হারানো নারী এবারও আছেন শঙ্কায়

কৃষক আনোয়ার বলেন, ‘আমার দুই একর জমিতে পাট চাষ করেছিলাম। দেড় একর জমির পাট নদীতে বিলীন হয়ে গেছে। এত টাকা খরচ করে পাট চাষ করেছি। এখন আমার ক্ষতি ছাড়া আর কিছুই রইলো না।’

কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ পারভেজ বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় নদী ভাঙতে শুরু করেছে। ভাঙনের বিষয়টি আমি শুনেছি। পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই পদক্ষেপ নেবো।’

সদর উপজেলার ঝাউদি  ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার বলেন, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে জানিয়েছি। দেখি তারা কি ব্যবস্থা নেয়।’

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেন, ‘হঠাৎ পানি কমায় কিছু কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে। আমাদের টিম পর্যবেক্ষণে রয়েছে। কোথায় কোথায় বেশি ভেঙেছে সেখানে জিওব্যাগ দেওয়ার প্রক্রিয়া থাকবে। কালকিনি উপজেলায় চারটি ভাঙন স্থানে জিওব্যাগ ফেলা হয়েছে। রাজৈরে নদী ভাঙনের দুই স্থানে জিওব্যাগ দেওয়ার কাজ চলমান রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চলছে বেড়িবাঁধ সংস্কারকাজ, পুনর্বাসন চান বাসিন্দারা
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত: দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী
সর্বশেষ খবর
তিস্তা টোল প্লাজায় যুবদল নেতার হামলায় আহত ২
তিস্তা টোল প্লাজায় যুবদল নেতার হামলায় আহত ২
কৃষকরা ৮০ টাকায় বিক্রি করছেন রসুন, বাজারে ১২০
কৃষকরা ৮০ টাকায় বিক্রি করছেন রসুন, বাজারে ১২০
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৫)
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন