X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে লক্কড়-ঝক্কড় বাস

মতিউর রহমান, মানিকগঞ্জ
১৩ এপ্রিল ২০২৩, ০৮:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৮:০০

ঈদ সামনে রেখে মানিকগঞ্জের বিভিন্ন ওয়ার্কশপে চলছে পুরনো গাড়ির খোলস বদলে গায়ে রঙ লাগিয়ে নতুন রূপে ফেরানোর তোড়জোড়। ইঞ্জিনে ত্রুটি, বডির রঙ উঠে গেছে, নেই সিটকাভার—এমন লক্কড়-ঝক্কড় বাসগুলো মেরামত আর রঙ করার কাজে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা।

ওয়ার্কশপ থেকে সৌন্দর্যবর্ধন করে গাড়িগুলো রাস্তায় নামানোর পর দেখে বোঝার উপায় নেই লক্কড়-ঝক্কড় ছিল। এসব গাড়ি রাস্তায় নামার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়ক ঘেঁষা মানিকগঞ্জের উঁচুটিয়া এলাকাসহ বেশ কয়েকটি ওয়ার্কশপে দেখা গেছে, লক্কড়-ঝক্কড় বাসগুলোর মেরামতের কাজ চলছে। ফিটনেসবিহীন ভাঙাচোরা গাড়িগুলো ঝালাই করে জোড়াতালি দিচ্ছেন মিস্ত্রিরা। পুরনো গাড়ি মেরামতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। কোনও গাড়ির ইঞ্জিন সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে, কোনও গাড়ির ব্রেক ও ইঞ্জিনে সমস্যা আবার কোনোটির সিট ছেঁড়া। আবার কোনও গাড়ির বডিতে রঙ নেই। ঈদের সময় বহু পুরনো এসব গাড়ি মেরামত করে নতুন সাজে রোডে নামানোর জন্য আনা হয়েছে ওয়ার্কশপে। ২৫-২৬ রোজা থেকে লক্কড়-ঝক্কড় এসব গাড়িতে রঙ মাখিয়ে নতুন রূপে সড়কে নামানো হবে। সেইসঙ্গে ঘরে ফেরা মানুষকে বহন করা হবে।

শহরের সেকেন্দার ওয়ার্কশপে পুরনো গাড়ির বডিতে রঙের কাজ করছেন আব্দুল হালিম। কাজের ফাঁকে তিনি জানালেন, ঈদ সামনে রেখে পুরনো গাড়িগুলো রঙ করে নতুন রূপে সাজানো হচ্ছে। যাতে যাত্রীরা আকৃষ্ট হন। সময়মতো ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত কাজ করছেন তারা।

এই ওয়ার্কশপের মালিক সেকেন্দার আলী বলেন, ‘পুরনো গাড়িগুলো মেরামত শেষে ২৫-২৬ রোজার মধ্যে কীভাবে ডেলিভারি দেওয়া যায়, সে চিন্তায় আছি। তাই রাতদিন কাজ করছি। নতুন-পুরাতনসহ সব ধরনের গাড়ি মেরামতের কাজ আমাদের এখানে হচ্ছে।’

সানু মোটরসের পরিচালক সানোয়ার মিয়া বলেন, ‘এবারের ঈদে গাড়ির কাজ কম হচ্ছে। বর্তমানে যেসব গাড়ি আমরা মেরামত করছি, সেগুলোর বেশিরভাগের রোড-পারমিট নেই। ঈদের দুই-চার দিন আগে রঙের কাজ শেষ করে গাড়িগুলো মালিকদের কাছে ডেলিভারি দিতে হবে।’

ওয়ার্কশপে আসা বাসচালক কুদ্দুস মিয়া বলেন, ‘ঈদের সময় প্রত্যেক যাত্রী রঙ করা সুন্দর গাড়িতে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। চাহিদাও বেশি থাকে। তাই বাসের ভেতরের সিট ও বডিতে রঙের কাজ করার জন্য আনা হয়েছে। ঈদের সময় গাড়ির ফিটনেস না থাকলে পুলিশ ও সার্জেন্টরা ধরেন। তাই রঙ করা হচ্ছে। সারা বছরের চেয়ে ঈদের সময় কিছু বাড়তি টাকা পাওয়া যায়। এ জন্য গাড়িগুলো দ্রুত মেরামত করছি আমরা।’

সানু মোটরসের পাশেই রাব্বি ওয়ার্কশপে লক্কড়-ঝক্কড় কয়েকটি গাড়ি মেরামতের কাজ চলছে বেশ জোরেশোরে। কেউ বাসে রঙ করছেন, কেউ ইঞ্জিন খুলে বসেছেন, আবার কেউ সিট ও বডির কাজ করছেন।

লক্কড়-ঝক্কড় বাসগুলো মেরামত আর রঙ করার কাজে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা

এই ওয়ার্কশপের পুরনো গাড়ি মেরামতের কারিগর আলম মিয়া বলেন, ‘ঈদের সময় পুরাতন গাড়ির কাজ সবচেয়ে বেশি। ইঞ্জিনে ত্রুটি, বডিতে রঙ নেই, সিটকাভার নষ্টসহ নানা সমস্যা নিয়ে মালিকরা গাড়িগুলো গ্যারেজে নিয়ে আসেন। আমরা সেগুলো মেরামত করে নতুনভাবে সাজিয়ে দিলে বোঝার উপায় নেই, গাড়ি পুরাতন ছিল।’

তবে ওপরে রঙ লাগিয়ে এসব গাড়ি সড়কের নামানোর পরে বিকল হয়ে যায় বলে অভিযোগ যাত্রীদের। ফলে রঙ মাখা এসব গাড়ির কারণে ঈদে ঘরমুখো মানুষজন রাস্তায় ভোগান্তির শিকার হন। সেইসঙ্গে ঘটে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, জাকির হোসেন ও আরিফ জানান, রঙ মাখিয়ে গাড়িগুলো রোডে নামানোর ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে। আসলে এই গাড়িগুলো লক্কড়-ঝক্কড়। একটিরও মেয়াদ নেই। এরই মধ্যে মহাসড়কে টেম্পু, সিএনজিচালিত অটোরিকশা চলাচল বেড়ে গেছে। এসব গাড়ি মহাসড়কে চলাচল বন্ধ না হলে ঈদে দুর্ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব কামাল বলেন, ‘ওয়ার্কশপগুলো তদারকি করা আমাদের কাজ নয়। তবে অভিযোগ পেলে পদক্ষেপ নেবো।’

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কীভাবে চলাচল করছে জানতে চাইলে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধে আমরা প্রতিনিয়ত তদারকি করছি। ঈদেও অভিযান চলবে। এ ব্যাপারে জোরালোভাবে কাজ করে যাচ্ছি। ঈদে এসব গাড়ির চলাচল বন্ধে ওয়ার্কশপে অভিযান চালাবো।’

/আরআর/এএম/
সম্পর্কিত
ঈদ উপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্ট কারখানা এখনও বন্ধ
দীর্ঘ ছুটির পর কর্মব্যস্ত রূপে ফিরেছে ঢাকা
আজও কর্মস্থলে ফিরছে মানুষ, বেশি ভাড়া আদায়
সর্বশেষ খবর
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল, ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি
আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল, ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি
দ্য লাইব্রেরি অফ ব্যাবেল ।। হোর্হে লুইস বোর্হেস
দ্য লাইব্রেরি অফ ব্যাবেল ।। হোর্হে লুইস বোর্হেস
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই?
চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই?