X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

‘এখানে ছাত্রলীগের কেউ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯

নিজ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আড়াইহাজারের মুরব্বিরা এখানে আছেন, আমার এখানে ছাত্রলীগের কোনও ছেলে কখনও সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে, এমন ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেবো। আড়াইহাজারে ছাত্রলীগের কোনও ছেলে কখনও সিগারেট হাতে নেয়নি।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস মধুর, কোনও বদনাম নেই। তবে দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে। সেগুলো গোনায় ধরার মতো না। শত্রুরা সবসময় নানান কথা বলে। পত্রপত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনও অপরাধ করতে পারেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ওই খালেদা জিয়া আর তারেক রহমানরা তাদের ছাত্রদল নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না। আমি পারবো, কারণ ছাত্রলীগ আমাকে মানুষ করেছে।’

ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস আছে। করোনার সময়ও ছাত্রলীগের কেউ ঘরে বসে থাকেনি। মানুষকে খাদ্য, ওষুধ ও চিকিৎসাসেবা দিয়েছে। বঙ্গবন্ধু যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে। এতে কোনও সন্দেহ নেই।’

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলামের সভাপতিত্ব এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

এর আগে বেলা ১১টায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। বিকালে সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে সরকারি সফর আলী কলেজের কমিটি পরে ঘোষণা করা হবে বলে সম্মেলন থেকে জানানো হয়। রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

/এলকে/এএম/
সম্পর্কিত
রাজধানীতে ঝটিকা মিছিল: ডিবির হাতে গ্রেফতার ১১ জন
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতারে মাঠে পুলিশের তিন টিম
ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে সৈকত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার ঘটনায় দুই তরুণী আটক
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার ঘটনায় দুই তরুণী আটক
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প
ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা