X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

বাসচাপায় প্রাণ গেলো ২ বন্ধুর

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ০৯:৫৭আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৯:৫৯

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যুবক। 

মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের বাস ভাঙচুর করে এবং আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন—মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) ও তার বন্ধু আশিকুর রহমান (২৫)। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু হাসিবুর রহমান (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। রাত সাড়ে ১০টার দিকে কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল ও আশিকুর। এ ঘটনায় আহত হন হাসিবুর। তাকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা তরা এলাকায় সেলফি পরিবহনের দুটি বাস ভাঙচুর করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মহাসড়কের এক পাশ দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করছে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ঘরের ওপর, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মুক্তিযোদ্ধার
সর্বশেষ খবর
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চাঁদের মাটির নমুনা ৬ দেশের হাতে তুলে দেবে চীন
চাঁদের মাটির নমুনা ৬ দেশের হাতে তুলে দেবে চীন
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূল হোতা গ্রেফতার
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূল হোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না