X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

ঢাকা-সিলেট মহাসড়কে সাড়ে ৭ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৮:০৫আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:১১

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় সাড়ে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে মহাসড়কের কর্ণগোপ ইউএস বাংলা মেডিক্যাল কলেজের মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যাত্রী ও চালকরা বলছেন, এই সড়কের অনেক স্থানে ধীরগতিতে গাড়ি চলছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগছে। প্রচন্ড গরমে ও যানজটে অতিষ্ঠ হয়ে অনেকে যানবাহন ছেড়ে হেঁটে রওনা দিচ্ছেন।

বাসযাত্রী আল হাসান মিয়া বলেন, ‌‘কর্ণগোপ এলাকার কাজ সেরে ফেরার পথে প্রচন্ড যানজটে পড়ি। পরে বাধ্য হয়ে রুপসী এলাকায় নেমে রুট পরিবর্তন করে ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পৌঁছেছি।’

১০ মিনিটের সড়ক অতিক্রম করতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগছে

যাত্রী নাজমা আক্তার বলেন, ‘ঈদের কারণে জটলা আরও কয়েকগুণ বেড়েছে। এখন সড়কে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। বাসে উঠলেই ঘণ্টা পার হয়ে যায়, গাড়ি গৌন্তব্যে পৌঁছায়না।’

আরেক যাত্রী জয়নাল মিয়া বলেন, ‘১০ মিনিটের পথ প্রায় এক ঘণ্টায় ধাক্কাতে ধাক্কাতে এসেছে। এ কারণে বাস ছেড়ে হেঁটে রওনা করেছি। সামনে ফাঁকা দেখলে বাসে উঠবো, নতুবা হেঁটে যেতে হবে।’

রূপগঞ্জের ভুলতা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) ওমর ফারুক জানান, ইউএস বাংলা মেডিক্যাল মোড় থেকে রবিন টেক্স গার্মেন্টস এলাকা পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। গার্মেন্টস ছুটির সময়ে স্বাভাবিকভাবে এই সড়কে একটু যানজটের সৃষ্টি হয়। তবে এই যানজট থাকবে না। এছাড়া পশুর হাটের ট্রাক বেশি চলাচল করছে। এসব কারণে একটু যানজট দেখা দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কে এম মেহেদী হাসান জানান, কাঁচপুর সেতু থেকে ইউএস বাংলা মেডিক্যাল পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। তবে এটাকে যানজট বলা ঠিক হবে না। তাছাড়া গাড়ির অনেক চাপ রয়েছে। এর মধ্যে অনেক মানুষ বাড়ি ফিরছে। এ কারণে একটু সমস্যা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট
অবরোধ-বৃষ্টি-যানজটে রাজধানীবাসীর ভোগান্তি
৬ দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, যানজটে সীমাহীন দুর্ভোগ
সর্বশেষ খবর
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’