X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

আলো ছড়াচ্ছে সেলিম আল দীন পাঠাগার

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৬:৫৮আপডেট : ০৩ জুন ২০২২, ১৬:৫৮

সাহিত্য ও জ্ঞান চর্চার জন্য ‘বই পড়ি নিজেকে গড়ি’ স্লোগানে নাট্যকার সেলিম আল দীনের নামে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে পাঠাগারের অবস্থান। গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াচ্ছে পাঠাগারটি।

বইবান্ধব সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নাট্যকার সেলিম আল দীনের নামে তারই ছাত্র সাংবাদিক হারুন রশীদ বাড়ির পাশে পাঠাগারটি প্রতিষ্ঠা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে থেকে পাঠাগারের কার্যক্রম চললেও সম্প্রতি নিজস্ব জমিতে টিনের আধা পাকা ঘর তৈরি করা হয়েছে। সপ্তাহে সাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পাঠাগার। এতে প্রতিদিন শিক্ষার্থীসহ গ্রামের নানা বয়সের পাঠক বই পড়তে আসেন। 

পাঠাগারে রয়েছে রবীন্দ্র রচনাবলি, গল্প, উপন্যাস, কবিতা ও সাময়িকীসহ কয়েক হাজার বই। খেলাধুলাসহ নানা সুযোগ-সুবিধাও রয়েছে পাঠকের জন্য। পাঠক যাতে সমসাময়িক বিষয়ে সম্যক ধারণা পেতে পারেন সেজন্য দেশ-বিদেশের খবরাখবর, অনুষ্ঠানাদি দেখার জন্য পাঠাগারে আছে টেলিভিশন। বিনা খরচে বই পড়তে পারবেন পাঠকরা। এমনকি বাড়িতে নিয়েও বই পড়া যাবে। এক্ষেত্রে শর্ত হলো- বাড়িতে নেওয়া বই এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। পাঠাগারকে ডিজিটাল রূপ দেওয়া হবে। ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও পাঠাগার সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করা হচ্ছে।

গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াচ্ছে পাঠাগারটি

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদ বলেন, ‘আমরা এখানে কালচারাল ইউনিভার্সিটি গড়ে তুলবো। এরই অংশ হিসেবে একটি সাংস্কৃতিক বলয় সৃষ্টি করতে পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। যার নামে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে, তিনি এই গ্রামে এসেছেন এবং থেকেছেন। এলাকার মান্দাই জাতিগোষ্ঠী নিয়ে ‘বনপাংশুল’ নামে নাটক লিখেছেন। আমরা পাঠাগারের মাধ্যমে তার সেই স্মৃতি ধরে রাখতে চাই। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে মোবাইল ও ফেসবুকমুখী হচ্ছে নতুন প্রজন্ম। সেসব কিশোর-কিশোরী ও তরুণকে বইমুখী করার চ্যালেঞ্জ নিয়েই পাঠাগার প্রতিষ্ঠা করেছি। এখানে একটি শিশুপার্ক প্রতিষ্ঠা করা হবে।’ 

তিনি বলেন, ‘পাঠাগার থেকে মেধাবৃত্তি, শিশু-কিশোর ও পাঠকের লেখা নিয়ে ‘রোদ্দুর’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশসহ নানামুখী সৃজনশীল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়বে। বইপ্রেমী পাঠকের কোলাহলে মুখরিত থাকবে পাঠাগার। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।’

মেহেদী হাসান নামের এক পাঠক বলেন, ‘এখানে পাঠাগার প্রতিষ্ঠা হওয়ায় আমরা উপকৃত হচ্ছি। আগে অবসর সময়ে বিভিন্ন চায়ের দোকানে কিংবা মোবাইলে সময় কাটাতাম। কিন্তু এখন আড্ডার পরিবর্তে পাঠাগারে বই পড়ি। বই পড়লে মানুষের বিবেক জাগ্রত হয়। মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে। এমন পাঠাগার প্রতি গ্রামে প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

গত ৩১ মে পাঠাগা‌র‌ প‌রিদর্শ‌ন ক‌রেন স্থানীয় পাঁচ বীর মু‌ক্তি‌যোদ্ধা

স্কুলছাত্রী সুমাইয়া আক্তার জানায়, ‘বিদ্যালয় ছুটি হলে এই পাঠাগারে এসে কিছু সময় বই পড়ি। এছাড়া বিদ্যালয় বন্ধের দিনে এসেও বই পড়ি। পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়তে অনেক ভালো লাগে। অনেক কবি ও সাহিত্যিকের বই রয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকাও পাওয়া যায়। সময় পেলেই পাঠাগারে এসে বই পড়ি। আমি ছাড়াও অনেক স্কুল ও কলেজ শিক্ষার্থী নিয়মিত বই পড়তে আসে।’

গত ৩১ মে পাঠাগা‌র‌ প‌রিদর্শ‌ন ক‌রেন স্থানীয় পাঁচ বীর মু‌ক্তি‌যোদ্ধা। পাঠাগার‌ প্রতিষ্ঠা এবং বইয়ের সংখ্যা জে‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন তারা। এ সময় মু‌ক্তিযুদ্ধ বিষয়কসহ ১০‌টি বই পাঠাগা‌রে উপহার দেন মু‌ক্তি‌যোদ্ধারা। 

/এএম/
সম্পর্কিত
‘সাময়িক’ বন্ধ হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
জাতীয় গ্রন্থাগার দিবসগণগ্রন্থাগারে গণফাটল, পাঠকের নিত্যসঙ্গী আতঙ্ক
সর্বশেষ খবর
পিসিএ’র সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
পিসিএ’র সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা