X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

নির্বাচনের ৪১ দিন পর ভুট্টাক্ষেত থেকে বস্তাভর্তি ব্যালট উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ছিনতাই হওয়া সিল মারা ব্যালট পেপার ৪১ দিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ব্যালটগুলো উদ্ধার করা হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে সিলযুক্ত ব্যালট পেপার নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে যাওয়ার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দুর্বৃত্তদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলি চালায়। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আহত হয়। পরে প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৮-৯শ’ ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা বলেন, ‘ব্যালট ছিনতাই হওয়ার ঘটনায় মামলা করা হয়েছিল। পরে তদন্তকারী কর্মকর্তা নির্বাচনের ৪১ দিন পর সিলযুক্ত ব্যালটগুলো উদ্ধার করেছেন। যেহেতু আদালতে মামলা হয়েছে সেহেতু আলামত হিসেবে তদন্তকারী কর্মকর্তা ব্যালটগুলো আদালতে জমা দেবেন।’

ওসি আব্দুল ওহাব বলেন, ‘উপজেলার চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনি ফলাফল ঘোষণার পর নির্বাচন সংশ্লিষ্টরা ফিরে আসার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তাদের কাছে থাকা সিলযুক্ত ব্যালট পেপার ছিনতাই করা হয়। হামলায় পুলিশসহ নির্বাচনে দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা আহত হন। বিকালে ওই এলাকার  ভুট্টাক্ষেত থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-৯শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখনও কারাগারে রয়েছে।’ তবে উদ্ধার হওয়া ব্যালট পেপারের সংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

/এএম/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
নির্বাচনের তিন বছর পর কেন্দ্রের পেছনে পাওয়া গেলো নৌকায় সিল মারা ২০০ ব্যালট
সর্বশেষ খবর
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
বাংলাদেশের সঙ্গে লাগতে আসবেন না: ভারতের প্রতি নুরের হুঁশিয়ারি
বাংলাদেশের সঙ্গে লাগতে আসবেন না: ভারতের প্রতি নুরের হুঁশিয়ারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?