X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

শ্বাসকষ্ট শুরুর ২৫ মিনিটে মারা যাচ্ছে সাফারি পার্কের জেব্রা 

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৫ জানুয়ারি ২০২২, ১১:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:১১

নতুন বছরের শুরুর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা গেছে। পার্কের হিসাব অনুযায়ী অল্প সময়ের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ জেব্রার মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ নির্ণয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পার্কে বৈঠক অনুষ্ঠিত হবে। হঠাৎ করে গায়ের তাপমাত্রা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা যাওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে জেব্রাগুলোর মৃত্যু হচ্ছে। এ মুহূর্তে আটটি সন্তান সম্ভবা জেব্রা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন পার্ক কর্তৃপক্ষ।

ইতোমধ্যে মারা যাওয়া জেব্রাগুলোর দেহ থেকে নানা উপকরণ এবং তাদের ব্যবহৃত ও খাদ্যোপাদান সমূহ সংগ্রহ করে দেশের বিভিন্ন পরীক্ষাগারে পাঠিয়ে ল্যাব প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। বেশ কয়েকটি পরীক্ষাগারের প্রতিবেদন ইতোমধ্যে পার্ক কর্তৃপক্ষ হাতে পেয়েছেন।  সে সবের প্রতিবেদন এবং পারিপার্শ্বিক বিষয় উপস্থাপন করে ওই বৈঠকে জেব্রা মৃত্যুর কারণ নির্ণয় করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, পরীক্ষাগারগুলো থেকে কোনোটা ব্যকটেরিয়া, কোনোটা করোনার কারণ, কোনোটা খাদ্যে কীটনাশকের উপস্থিতিসহ নানা বিষয় চিহ্নিত করা হয়েছে। তবে আইসিডিডিআরবি ল্যাব থেকে করোনা নেগেটিভ এসেছে। সাফারি পার্কের মতো এমন জাত ও সংখ্যাধিক্য জেব্রা দেশের কোথাও নেই। আগে জেব্রার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে জেব্রার গায়ের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং এসব উপসর্গ দেখা যাওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে জেব্রা মারা যাচ্ছে। এটি একটি অজ্ঞাত কারণ। ২ জানুয়ারি থেকে জেব্রা মারা যায়। কয়েকটি অসুস্থ জেব্রা চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছে।

তিনি বলেন, প্রাণীর জন্য ময়মনসিংহ এলাকা থেকে ঘাস আনা হয়। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বিশেষজ্ঞদের পরামর্শে ঘাস ধুয়ে বাকি জেব্রাগুলোকে খাওয়ানো হচ্ছে। তারপরও কয়েকটি জেব্রা মারা গেছে। আটটি জেব্রা সন্তান জন্ম দিবে। এগুলোর মধ্যে কোনও সংক্রমণ হয় কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।

 পার্ক সূত্র জানায়, পার্কের যাত্রা শুরুর প্রথম থেকেই জেব্রা পালে নতুন অতিথির সংখ্যা যুক্ত হচ্ছিলো। গত কয়েক বছর ধরে বিশেষ করে করোনা সময়ে জেব্রার অধিকতর প্রজনন ঘটে। যেভাবে জেব্রার সংখ্যা বৃদ্ধি পাচ্ছিলো তাতে কর্তৃপক্ষ অনেক আশাবাদী ছিল। দেশের চাহিদা মিটিয়ে জেব্রা বিদেশেও রফতানির সম্ভাবনা ছিল। পার্কের অন্যসব প্রাণীর মধ্যে জেব্রার প্রজনন ছিল আশাব্যঞ্জক। বিভিন্ন সময় জেব্রার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু হঠাৎ করে এবং অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর কারণগুলো নিশ্চিত হওয়া যায়নি। সবশেষ পার্কে ৩১টির বেশি জেব্রা ছিল। 

পার্ক কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবারের বৈঠকের পর পরীক্ষাগারের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সতর্কতামূলক বাড়তি ব্যবস্থা নেওয়া হবে। জেব্রার মৃত্যুতে কোনো অবহেলা নেই বলেও দাবি করেছে পার্ক কর্তৃপক্ষ। 

সাফারি পার্কের চিকিৎসক ডা. জুলকার নাইন বলেন, প্রাথমিকভাবে যে ডায়াগনোসিস করা হয়েছে সেগুলোতে বড় ধরণের কোনো কিছু চিহ্নিত করা যায়নি। গভীরতর কিছু পাওয়ার জন্য ল্যাব ডায়াগনোসিসের প্রয়োজন পড়ে। নানা উপাদান সংগ্রহ করে একাধিক ল্যাব ডায়াগনোসিস সম্পন্ন হয়েছে। বোর্ড সভায় সেগুলো উপস্থাপিত হবে। সেখানে বিশেষজ্ঞগণ থাকবেন তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
টেকনাফ-মংডু রুটেও বন্ধ রফতানিবন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
যৌথ অভিযানে কুলাউড়ার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
যৌথ অভিযানে কুলাউড়ার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
সৌদি আরবকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির প্রস্তাব দেবেন ট্রাম্প
সৌদি আরবকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির প্রস্তাব দেবেন ট্রাম্প
কোহিনুর কেমিক্যাল ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ সমর্থন করে না
কোহিনুর কেমিক্যাল ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ সমর্থন করে না
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ