X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

গ্রামবাসীর বাধায় উপ-কর কমিশনার সুধাংশু কুমারের দাহ হলো শ্বশুরবাড়িতে

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০২০, ১২:৫০আপডেট : ১০ জুন ২০২০, ১২:৫৯

সুধাংশু কুমার




গ্রামবাসীর বাধার কারণে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার দাহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির গাড়ামাসিতে হয়নি। পরে তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের সহায়তায় মৃতদেহ দাহ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার উপস্থিত থেকে শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশানঘাটে দাহ করা হয়। দাহ কার্যে তার পরিবারের কেউ উপস্থিত ছিল না।

ইউএনও অঞ্জন কুমার সরকার সুধাংশু কুমারের স্ত্রীর বরাত দিয়ে বুধবার (১০ জুন) সকালে বলেন, গ্রামের বাড়িতে স্থানীয়রা মৃতদেহ দাহ করতে বাধা দেয়। পরে তার মৃতদেহ শ্বশুরবাড়ি ঘাটাইলে দাহ করতে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ঘাটাইলে তার মৃতদেহ আনা হলে সেখানেও স্থানীয় লোকজন বাধা দেয়। পরে তাদেরকে বুঝিয়ে সেখানকার শ্মশানঘাটে দাহ করা হয়েছে।

সুধাংশু কুমারের স্ত্রী মানসী বলেন, তার স্বামীর নিজ বাড়িতে দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গ্রামের লোকজন বিরোধিতা করায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে তার বাবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের পাড়াগ্রামের শ্মশানঘাটে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাহ সম্পন্ন হয়।

প্রশাসনের সহযোগিতায় শ্বশুরবাড়িতে দাহ করা হচ্ছে




তিনি আরও বলেন, ‘আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।’ 

প্রসঙ্গত, সুধাংশু কুমার ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) তিনি মারা যান।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন