X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

উপাচার্যের অপসারণ দাবিতে জাবিতে ধর্মঘট চলছে

জাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ১৫:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৫:০৫

উপাচার্যের অপসারণ দাবিতে জাবিতে ধর্মঘট চলছে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। স্বাভাবিক অবস্থায় নেই একাডেমিক কার্যক্রম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল আটটায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের ফটকগুলোর সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ এ অবস্থান নেন শিক্ষকরা।
অবরোধের কারণে এ সপ্তাহে টানা তৃতীয় দিনের মতো উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার কার্যালয়ে যাননি। উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে না পারায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে ধর্মঘটের মুখে বেশ কয়েকটি বিভাগে পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, বাংলা, ইতিহাস, সরকার ও রাজনীতি বিভাগসহ জীববিজ্ঞান এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের বিভাগগুলোতে উপাচার্যপন্থী শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিকাল চারটা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘একটি সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু দাবির পরিপ্রেক্ষিতে কোনও সদুত্তর আমরা পাইনি। বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে আমাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে