নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এম হোসেন জেনারেল হাসপাতাল সিলগালা ও এক ‘ভুয়া’ ডাক্তারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ দণ্ড দেন।
সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ভুয়া ডাক্তার ফাহমিদা আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও হাসপাতালটি সিলগালা করা হয়।’
বুধবার (৬ ফেব্রুয়ারি) র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল এলাকার এম হোসেন জেনারেল হাসপাতালে অভিযান চালায় র্যাব-১১। এসময় রোগী দেখছিলেন ভুয়া এমবিবিএস পরিচয়ধারী ডাক্তার ফাহমিদা আলম (২৫)। এসময় র্যাব তার চিকিৎসক সনদ দেখতে চাইলে তিনি কোনও সনদ দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম ভুয়া ডাক্তারের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এম জেনারেল হাসপাতাল সিলগালা করার আদেশ দেন
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের জিজ্ঞাসাবাদে ফাহমিদা আলম জানিয়েছেন, তিনি ম্যাটস থেকে একটি ডিপ্লোমা কোর্স করেছেন। হাসপাতালে আলট্রাসনোর টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন। পরে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখা শুর করেন। রোগীদের বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে রোগীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেন। তার বাবার নাম ওবায়দুল হক।