X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

খানাখন্দে ভরা নারায়ণগঞ্জের রূপসী-কাঞ্চন সড়ক

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
০৬ জানুয়ারি ২০১৮, ০৮:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৩:৫৫

খানাখন্দে ভরা নারায়ণগঞ্জের রূপসী-কাঞ্চন সড়ক নারায়ণগঞ্জের রুপগঞ্জের রুপসী-কাঞ্চন সড়কটি র্দীঘদিন ধরে বেহাল দশা। প্রায় ১৪ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই, ইট-সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক। আর এই খানাখন্দে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সড়কটি এডিবির আওতায় চার লেনের উন্নীত করার প্রক্রিয়া চলছে বলে জানান এলজিইডির নিবার্হী প্রকৌশলী।
এলজিইডি সূত্র জানায়, নারায়ণগঞ্জর রুপগঞ্জের তারাবো- কাঞ্চন পৌসভার সেতুবন্ধন তৈরি করেছে সড়কটি। ১৯৮৭ সালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ হিসেবে নির্মিত হওয়ার পর এলজিইডির রাস্তা হিসেবে অধিভুক্ত করা হয়। এটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে দেশের বৃহত্তম বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান। ঢাকা সিলেট হাইওয়ে সড়ক থেকে সংযোগ হয়ে জায়দেবপুর- কাঞ্চন -মদনপুর (এশিয়ার হাইওয়ে ) বাইপাস সড়কের সঙ্গে গিয়ে মিশেছে। এছাড়া রাজাধনী ঢাকার কাছে হওয়ার কারণে প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার যানবহান চলাচল করে।
গত কয়েক বছর ধরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কটিতে যানবাহনের বাড়তি চাপে যানজট সৃষ্টি হলে শর্টকাট পাড়ি দিতে দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলগামী মালবাহী যানবাহন রূপসী হয়ে এই রাস্তার ঢুকে সরাসরি বঙ্গবন্ধু সেতুমুখী চলে যায়। এছাড়া কয়েকটি লোকাল যানবাহনের স্ট্যান্ড ছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি যাতায়াত করে এই সড়কে। এছাড়াও সিটি গ্রুপ, নাভানা ফার্মাসিটিক্যাল, গ্যালকো স্টিল, বাংলাদেশ এডিভয়েল, পারটেক্স গ্রুপ, প্রাণ আরএফএল, পূর্বাচল পেপার মিল, অনন্ত পেপার মিল, পেপারটেকসহ ৩০টি শিল্পকারখানার হাজার হাজার মালবাহী যানবাহন প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়া এই পৌনে ১৪ কিলোমিটার রাস্তার দুপাশে দখল করে অবৈধভাবে কমপক্ষে ১৫টি বালুমহাল গড়ে তুলে বালুর ব্যবসা চালাচ্ছে ক্ষমতাসীন দলের লোকজন। এ কারণে রাস্তাটি বেহাল দশায় পড়েছে। খানাখন্দে ভরা নারায়ণগঞ্জের রূপসী-কাঞ্চন সড়ক
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘের রাস্তাটি যেন মরণফাঁদ। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। কাঞ্চন ত্রিশকাহনিয়া এলাকায় রাস্তা ভাঙার কারণে খাদে উল্টে পড়ে একটি কর্ভাড ভ্যান। একই জায়গায় চাকা দেবে ফেঁসে যায় মালবাহী ট্রাক। যার কারণে রাস্তার দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
ত্রিশকাহনিয়া এলাকার বাসিন্দা স্কুল শিক্ষিকা সাবিকুন নাহার জানান, সড়কটি র্দীঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কিন্তু সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করতে হয়।
তিনি আরও জানান, এই সড়কে দুই পাশে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের ভারী যানবহন প্রায়ই উল্টে রাস্তার পাশে খাদে আবার কখনও ভাঙা রাস্তার গর্তে পড়ে চাকা ফেঁসে রাস্তা বন্ধ হয়ে যায়।
কাঞ্চন সলিমউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী উম্মে হানী কুসুম জানান, রাস্তা ভাঙাচোরার কারণে কলেজে আসা-যাওয়া করতে অসুবিধা হয়। রিকশা ও অটোরিকশা ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া সামান্য বৃষ্টি হলে এই সড়কে এক থেকে দেড়ফুট কাদা জমে যায়। তখন যাত্রী বহনকারী ছোট ছোট কোনও যানবহন চলাচলই করতে পারে না।
হাটাবো এলকার বাসিন্দা আব্দুস সাক্তার জানান, জরুরি প্রয়োজন ছাড়া কেউ এই সড়ক ব্যবহার করতে চায় না। কারণ বৃষ্টি হলে সড়কে হাঁটু পরিমাণ কাদা জমে। খানাখন্দে ভরা নারায়ণগঞ্জের রূপসী-কাঞ্চন সড়ক
তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজি বলেন, ‘এই রাস্তাটি ভাঙাচোরা হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তাটির কিছু অংশ তারাবো পৌরসভায় , কিছু অংশ ইউনিয়ন পরিষদ এবং কিছু অংশ কাঞ্চন পৌরসভার মধ্যে পড়েছে। যে অংশ তারাবো পৌরসভার মধ্যে পড়েছে সেই অংশটি মেরামত করার উদ্যোগ নেওয়ার জন্য এরমধ্যে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশাকরি দ্রতই রাস্তাটি মেরামত করা হবে।’
নারাণয়গঞ্জ এক রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুপসী বাসস্ট্যান্ড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা এডিবির আওতায় প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৮০ ফুট চওড়া করা হবে। ২০১৮ সালের জানুয়ারি মাসে এটি টেন্ডার হওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু এখন রাস্তাটি দিয়ে যাতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায় এজন্য এলজিইডির পক্ষ থেকে মেরামত করার জন্য বলা হয়েছে। এলজিইড এটি মেরামত করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নিবার্হী প্রকৌশলী স্বপন কন্তি পাল বলেন, ‘ভারী যানবাহন চলার কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গেছে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবির ) সহায়তায় সিআরডিপি ২ প্রকল্পের আওতায় চার লেন সড়কে উন্নীত করা হবে। সড়কটি দৃষ্টিনন্দন ভাবে নির্মাণ করা হবে। ফুটপাত, নদীরপাড় বাঁধাইসহ শোভা বর্ধন হবে এই চারলেনের সড়কটি। পাশপাশি মানুষের দুর্ভোগ কমাতে জরুরি মেরামত কার্যক্রম শরু করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে। তা অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস