চাঁদপুরের কচুয়ায় বজ্রাঘাতে বিশাখা (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হতদরিদ্র কৃষক হরিপদ তার স্ত্রী বিশাখাকে নিয়ে বাড়ির পাশে নাহারা মাঠে ধান কাটতে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতে বিশাখা মাটিতে লুটিয়ে পড়ে।
সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশাখাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিশাখার কোনও ছেলেসন্তান নাই। স্বামী ও ৩ কন্যাসন্তান নিয়ে তাদের অভাবের সংসার। বিশাখার মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে ওই বাড়িতে শোকের মাতম বিরাজ করে।