চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন জমিতে এই খেলা হয়। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে।
ছোট, মাঝারি ও বড়দের বলী খেলায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে খেলায় অংশ নিতে আসেন প্রতিযোগীরা। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ইছাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকার কামরুল বলী। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাকে ফ্রিজ উপহার দেওয়া হয়।
বলী খেলায় অংশ নেওয়া সানাউল করিম স্বপন বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই খেলায় অংশ নিয়ে আসছি। মীরসরাই ছাড়াও সীতাকুণ্ড, ছাগলনাইয়াসহ বিভিন্ন উপজেলায় কমপক্ষে শতাধিক বলী খেলায় অংশ নিয়েছি। অনেক বছর পর আজ খেলায় অংশ নিয়ে বাইসাইকেল জিতলাম।’
আনোয়ারা উপজেলা থেকে বলীখেলায় অংশ নিতে আসেন রাজন বলী। তিনি বলেন, ‘লালদীঘিতে জব্বারের বলী খেলায়ও অংশ নিয়েছি। এবার ইছাখালী টেকেরহাট এলাকায় আমিসহ চার জন এসেছি। কয়েকটিতে জয়ী হয়েছি। শেষবার স্বপন বলীর কাছে হেরে যাই।’
টেকেরহাট বলী খেলার আয়োজক কমিটির সমন্বয়ক মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলী খেলা অনুষ্ঠিত হয়। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শত বছরের গ্রাম-বাংলার জনপ্রিয় এই খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত বলী অংশ নেন।