X
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

মীরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীসহ প্রাণ গেলো ২ জনের

মীরসরাই প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৩

চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ (২৬) নামে এক ফ্রিজ মেকানিক নিহত হয়েছেন।

একই দিন রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় বাসচাপায় অটোরিকশায় থাকা সাদিয়া ইয়াসমিন জুথি (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি এবার উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সীমান্ত উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে।

সীমান্তের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকালে মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। পথে মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে গাড়ি থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সীমান্তের উপজেলার জোরারগঞ্জ-আবুরহাট সড়কে একটি ফ্রিজ মেকানিকের দোকান রয়েছে। এতো তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেলবো কখনও চিন্তা করিনি।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমান্ত দেব নাথ নামে একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, শুক্রবার বিকালে নিজের মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে সাদিয়া ইয়াসমিন জুথি নিহতের ঘটনায় প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, জুথিকে বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়ক পার হওয়ার জন্য হঠাৎ বড়তাকিয়া ইউটার্নে এলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জুথির মৃত্যু হয়।

জুথির স্বামী ইয়াসিন বলেন, শুক্রবার আমার বাসা থেকে জুথি বড়তাকিয়া দুয়ারু এলাকার তার নানুর বাড়ি যাচ্ছিল। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে যাওয়ার পথে অপর একটি বাসের ধাক্কায় সে মারা যায়। সে এবার উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীর কালশীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১, আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর 
সর্বশেষ খবর
১৮ ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
১৮ ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’
‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’
ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট
ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট
গাজায় প্রতিদিন ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে বিয়ে!
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে বিয়ে!
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশের কাছ থেকে ছিনিয়ে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশের কাছ থেকে ছিনিয়ে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প