সড়কে বালুবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিক ট্রাকটি সরালেও যানজট ছড়িয়ে যায়। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা অংশের ইলিয়টগঞ্জ বাজারের মুখে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটার ও ঢাকামুখী লেনে ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনের ইলিয়টগঞ্জ বাজারের অংশে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই ট্রাকটি সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ। তবে যানজটে উল্টো পথে আসতে শুরু করে পরিবহন এতে উভয়পাশেই যানজট সৃষ্টি হয়েছে।
চালকদের তথ্যমতে, মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে ঢাকার দিকে রায়পুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা ছড়িয়েছে যানজট। আর ঢাকামুখী লেনে কুটুম্বপুর থেকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পর্যন্ত যানজট ছাড়িয়েছে।
এদিকে যানজট নিরসনে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন। উল্টো লেনে গাড়ি ঢোকা থামাতে কাজ করছে একাধিক টিম।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘ট্রাক সরানো হয়েছে। কিন্তু উল্টো লেনে পরিবহন এসে পড়াতে যানজট লেগেছে। আমরা কাজ করছি। এখন ধীরগতিতে এগুচ্ছে।’