X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৯:১৮আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৯:১৮

কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুর, জামাতা ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার পর শনিবার বিকালে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি গ্রামে।

অভিযোগে উল্লেখ করা হয়, সাত মাস আগে কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের আছমা আক্তারের (ছদ্মনাম) সঙ্গে ছেরু মিয়ার ছেলে ওমান প্রবাসী সাইফুলের সাথে মোবাইল ফোনে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর ছেরু মিয়া নিজের বউ আয়েশা বেগম অসুস্থ বলে পুত্রবধূ আছমা আক্তারকে শাশুড়ির সেবা করার জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন। গত ৪ মাস আগে আছমার স্বামী ওমান থেকে ছুটিতে দেশে আসেন। গত ১৮ মার্চ সাইফুল তার স্ত্রীকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন।

সাইফুল জানতে চাইলে আছমা আক্তার বলেন, তার শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেন। কাউকে বললে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেন। ঘটনা জানার পর মো. সাইফুল ও তার মা আয়েশা বেগম উল্টো গত ১৮ মার্চ বিকালে আছমা আক্তারকে মারধর করে গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু আছমা আক্তার রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে।

পুলিশের একটি সূত্র জানায়, ছেরু মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। একাধিকবার এমন কাজ করেছেন বলেও জানিয়েছেন। তাকে কারাগারে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পেয়ে দ্রুত ছেরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় আরেক আসামির দায় স্বীকার
অপারেশন ডেভিল হান্ট: রূপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
ভারতে স্থগিত সাফ অ্যাথলেটিকস, চলতি ক্যাম্প নিয়ে কী ভাবছে বাংলাদেশ?
ভারতে স্থগিত সাফ অ্যাথলেটিকস, চলতি ক্যাম্প নিয়ে কী ভাবছে বাংলাদেশ?
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: শিক্ষক সমিতি
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: শিক্ষক সমিতি
গাজায় হামাসবিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে, নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির
গাজায় হামাসবিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে, নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির
কাতার সফর অত্যন্ত সফল: প্রেস সচিব
কাতার সফর অত্যন্ত সফল: প্রেস সচিব
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ