খাগড়াছড়িতে টিসিবির পণ্যসহ আটক দুই জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) খাগড়াছড়ি সদর থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি আরেফিন জুয়েল জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কুমিল্লাটিলা ২নং ওয়ার্ড এলাকার নাজমুল স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমুল হাসানকে আটক করা হয়। এ সময় আটক আসামির দোকান থেকে কালো বাজারের উদ্দেশে মজুত করা সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার কর হয়।
তিনি আরও বলেন, এ ছাড়াও আটকের দেওয়া অন্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি ডিলার জহিরুল ইসলামকেও আটক করে পুলিশ। আসামিদের আজ আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমু সরকার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।