চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) নগরের চাক্তাই এলাকায় সেমাই তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলা কার্যালয় এবং জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) সমন্বয়ে চট্টগ্রাম নগরের রাজাখালি, চাক্তাই এলাকায় অবস্থিত সেমাই কারখানা গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর নোংরাযুক্ত ময়লা পরিবেশে সেমাই প্রস্তুত করা হচ্ছে। তেলাপোকা মাছিসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ সেমাইয়ের ওপর অবাধে বিচরণ করছে। ফ্যাক্টরিগুলোতে খুবই নোংরা পানি ব্যবহার করা হচ্ছে সেমাই তৈরিতে। এ ছাড়া খোলা পরিবেশে শুকানোর কারণে ধূলা বালি ও অক্ষতিকর কার্বনযুক্ত ছাই সেমাই এর সঙ্গে মিশছে।
তিনি বলেন, এসব অভিযোগে রফিক ফুড প্রোডাক্টের প্রোপাইটর ইমরানকে এক লাখ টাকা, ইমরান ফুড প্রোডাক্ট প্রোপাইটর ইমরানকে ৪০ হাজার টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরি প্রোপাইটর মোস্তফাকে এক লাখ টাকা এবং আবদুর রহিম সেমাই ফ্যাক্টরির প্রোপাইটর শাহিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এ চারটি প্রতিষ্ঠানে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক রানা দেবনাথ, আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।