X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

জাতিসংঘের সিদ্ধান্তে বিচলিত রোহিঙ্গারা, ক্যাম্পে অপরাধ বাড়ার শঙ্কা

আবদুল আজিজ, কক্সবাজার
০৮ মার্চ ২০২৫, ১২:০০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:০০

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ। তহবিল সংকটের কারণে প্রতিমাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেওয়া অনুদান ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করা হয়েছে। এটি আগামী এপ্রিল মাস থেকে কার্যকর করা হচ্ছে। আর এ খবরে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গারা বিচলিত। তাদের মাঝে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। রোহিঙ্গা নেতারা বলছেন, অর্থ সহায়তা কমে এলে ক্যাম্পে অপরাধ কর্মকাণ্ড বাড়বে।

শুরু থেকেই বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ১২ লাখের বেশি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। এতে প্রতিটি রোহিঙ্গা নাগরিকের জন্য প্রতিমাসে ১২.৫০ ডলার করে অনুদান দিয়ে আসছে। কিন্তু, হঠাৎ তহবিল সংকটের কারণ দেখিয়ে ৬ ডলার অনুদানের কথা জানিয়েছেন জাতিসংঘ। এমনিতে প্রতিমাসে ১২.৫০ ডলার অনুদানেও কিছুই হতো না রোহিঙ্গাদের, এটি অর্ধেকে নামানোয় তাদের কপালে চিন্তার ভাঁজ এখন।

রোহিঙ্গারা বলছেন, খাদ্য সহায়তা কমিয়ে আনায় ক্যাম্পে মারাত্মক অর্থ সংকটে পড়বে রোহিঙ্গারা। বিশেষ করে বেড়ে যাবে নানা অপরাধ কর্মকাণ্ড।

রোহিঙ্গা কমিউনিটি নেতা ছৈয়দ উল্লাহ বলেন, ইতিমধ্যে জাতিসংঘ অর্থ সহায়তা কমিয়ে দেওয়ার বিষয়টি জানতে পেরেছি। এতে আমরা খুব বিচলিত। কারণ এত অল্প টাকায় রোহিঙ্গারা না খেয়ে মরবে। তার চেয়ে আমাদেরকে আমাদের দেশের ফেরত নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর প্রতি অনুরোধ।

একই কথা জানিয়েছেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা ইউনুস আরমান। তিনি বলেছেন, এমনিতে ১২ ডলার অর্থ সহায়তা কম, তার ওপর অর্ধেকে নেমে আসার মানে হচ্ছে রোহিঙ্গারা না খেয়ে মরে যাওয়া। তাই মানবিক বিষয় বিবেচনা করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অর্থ সহায়তা বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) সভাপতি মোহাম্মদ জুবাইর বলেছেন, জাতিসংঘের অর্থ সহায়তা অর্ধেকে কমিয়ে আনায় রোহিঙ্গা ক্যাম্পে মারাত্মক প্রভাব পড়বে। এতে রোহিঙ্গা খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়ে যাবে।

শুধু এসব রোহিঙ্গা নেতারাই নন, কক্সবাজারের অধিকাংশ রোহিঙ্গা মনে করেন, অর্থ সহায়তা কমিয়ে আনলে ক্যাম্পে বিপর্যস্ত হয়ে পড়বে রোহিঙ্গাদের জনজীবন। তাই, বাংলাদেশ সরকারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তা না কমানোর অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, অর্থ সহায়তা দিতে না পারলে তাদের বিশেষ নিরাপত্তার মাধ্যমে রাখাইনে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সহায়তা কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান জানিয়েছেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে জনপ্রতি সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে; কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

ডব্লিউএফপির এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রমজান উপলক্ষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন।

২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলার জেরে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয় ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। পরে জাতিসংঘ ও অন্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে।

জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক চিঠিতে ‘গভীর তহবিল সংকটের’ কথা উল্লেখ করে আগামী মাস থেকে রোহিঙ্গাদের জন্য প্রতি মাসের সাড়ে ১২ ডলারের বদলে ৬ ডলার অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা কার্যকরের কথা বাংলাদেশকে জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে আমরা এখনও পর্যাপ্ত তহবিল পাইনি এবং কেবল ব্যয় সংকোচন ব্যবস্থা যথেষ্ট নয়। ফলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবে খাবারের বরাদ্দ (রেশন) হিসেবে।

/এফআর/
সম্পর্কিত
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
রিমান্ড শেষে কারাগারে আরসার প্রধান ও পাঁচ সহযোগী
সর্বশেষ খবর
চিয়া সিড কীভাবে পেটের মেদ দূর করে জানেন?
চিয়া সিড কীভাবে পেটের মেদ দূর করে জানেন?
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা