পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘চট্টগ্রামে আর পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটলে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হবে না। মালিকের বিরুদ্ধে মামলা করতে হবে। আইনের মুখোমুখি করতে হবে।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘পাহাড় যদি না থাকে, তাহলে চট্টগ্রামের পরিচয় কী থাকে।’ কেউ যদি পাহাড় কাটেন তাহলে তা জেলা প্রশাসককে জানানোর অনুরোধ জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জেলা প্রশাসক কাজ না করলে সিটি করপোরেশনের মেয়রকে জানাতে বলেন তিনি।
এবার বইমেলার সমাপনী দিবসে চসিকের পক্ষ থেকে ১৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৮ জনকে একুশে সম্মাননা পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম ও ক্রীড়ায় তামিম ইকবাল খানকে।
এ ছাড়া ছয় জনকে সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। যার মধ্যে রয়েছেন- কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশুচিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।