বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, ‘ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছে।’
তিনি বলেন, ‘আপনারা ইশারা ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছেন। জনগণ জানে কারা নিজেদের অঙ্গীকার রক্ষা করে। খালেদা জিয়া জেল খেটেছেন, তারেক রহমান দেশ ছেড়েছেন তবুও দেশকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে- আমরা বিএনপি পরিবার। এই কার্যক্রম চলমান থাকবে।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবারের’ আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘গণতন্ত্র হলো বিষমাখানো দুধের মাখনের মতো। নির্বাচনে যাবেন না বলেও বিগত সময়ে শেখ হাসিনার আঁচল ধরে নির্বাচনে গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সঙ্গে মুনাফেকি করছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশে আগে ছিল একজন শত্রুপক্ষ। এখন অনেক শত্রুপক্ষ দেখছে অনেকে। সম্প্রতি দেখা গেছে, একজন সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করছেন। আওয়ামী দোসরদের বিচারের আওতায় না আনায় তারা এরকম কাজ করার সাহস পায়। বর্তমান সরকার সব কিছুতে ভ্যাট ট্যাক্স বসিয়ে নিম্ন আয়ের মানুষদের সমস্যা সৃষ্টি করছেন। এগুলো কি আমরা প্রতিবাদ করবো না? সমালোচনা করলে সরকার সচেতন হয়।’
‘আমরাই বিএনপি’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’- পক্ষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন।
এতে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক জয়নাল আবেদন ভিপি, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম শামীম, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, রেহানা আক্তার রানু, বেলাল উদ্দিন, আবু তালেব মশিউর রহমান বিপ্লব, শাহিনা আক্তার সানু প্রমুখ।