সিএনজিচালিত অটোরিকশায় ভুলবশত একটি হাতব্যাগ ফেলে যান ব্রিটিশ দম্পতি তাফিকা চৌধুরী ও তার স্বামী ওয়াসিউর রহমান। যেখানে রক্ষিত ছিল তাদের দুটি পাসপোর্ট, তিন লাখ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন লাভলেন এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশের তৎপরতায় ৮ ঘণ্টার মধ্যে ব্যাগটি উদ্ধার করে তাদের হাতে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লাভলেন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যান দুই ব্রিটিশ নাগরিক। নামার সময় তারা হাতব্যাগটি নিতে ভুলে যান। পরে তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালি থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন দফতরে বিষয়টি অবহিত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাসার সাজিদের নেতৃত্বে একটি টিম ব্যাগটি উদ্ধারে মাঠে নামে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে নগরের বাকলিয়া এলাকা থেকে ব্রিটিশ দম্পতির হারানো পাসপোর্ট ও তিন লাখ টাকা অন্যান্য জিনিসপত্রসহ হাতব্যাগটি উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পেয়ে হারানো ব্যাগ উদ্ধারে চেষ্টা শুরু করি। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজিচালিত অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়।’