X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ নেতার পদ স্থগিত

রাঙামাটি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৫

চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সভাপতি ওমর আলীসহ ৯ নেতাকর্মীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি। রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করাসহ দলের নীতি ও আদর্শপরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর উদ্দিন, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদলের সদস্যসচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের দলীয় সকল পদ-পদবি স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীকে পৃথক চিঠি এবং অপর আট জনকে আরেকটি চিঠির মাধ্যমে এই স্থগিতাদেশ প্রদান করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে সুনাম ও শৃঙ্খলা নষ্ট করায় আপনাদের সকল পর্যায়ের দলীয় পদ-পদবি ও কার্যক্রম গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এই সময়ে আপনি/আপনারা কোনও প্রকার দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও দলীয় পদ-পদবি ব্যবহার করতে পারবেন না।

স্থগিতাদেশের চিঠি

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও অভিযুক্ত অপর ৮ নেতার বিরুদ্ধে অবৈধ সিগারেট, বাজার ফান্ড, পৌর টোল, বালুমহাল দখল, মানুষকে জিম্মি করে টাকা নেওয়া, ঠিকাদারি কাজ বন্ধ করে চাঁদা আদায় করা, রাতের আঁধারে বিভিন্ন বাগানের গাছ কেটে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ছাড়া বিষয়টি নিয়ে উপজেলার নেতাকর্মীরাও জেলা বিএনপিকে লিখিত অভিযোগ প্রদান করেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির অভিযোগ ও বিভিন্ন পত্রপত্রিকার সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তারপরই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক