X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা: সেই নারীসহ তিন জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২১:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:২২

কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী হত্যার ঘটনায় মৌলভীবাজারে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিন জনের মধ্যে হত্যাকাণ্ডের আগে গোলাম রব্বানীর সঙ্গে হোটেল অবস্থান করা নারীও রয়েছেন। এ সময় হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তবে গ্রেফতার তিন জনের বাড়ি খুলনায় জানালেও তাদের নাম-পরিচয় বলেনি পুলিশ। বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‌‘ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন মৌলভীবাজার জেলায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান নিয়ে অভিযান শুরু করে। একপর্যায়ে সোমবার রাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর রব্বানীর সঙ্গে কক্সবাজারে ঘুরতে আসা নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়। গ্রেফতার তিন জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তাদের মধ্যে ওই নারী কক্সবাজারে ঘুরতে এসে কাউন্সিলর রব্বানীর সঙ্গে হোটেলে উঠেছিলেন। গ্রেফতার অপর দুজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন।গ্রেফতারকৃতদের মৌলভীবাজার থেকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে। বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

গোলাম রব্বানীর পরিচয়পত্র

গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে সেতুর ওপর মাথায় গুলি করে রব্বানীকে হত্যা করা হয়। তার বাড়ি খুলনা সিটির দৌলতপুরে। তিনি খুলনা সিটির ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। গত ২৬ সেপ্টেম্বর দেশের ১২টি সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাকেও অপসারণ করা হয়েছিল।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং কক্সবাজার শহরের বাসিন্দা মেজবাউল হককে গ্রেফতার করে র‍্যাব। গত শনিবার দুজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে মঙ্গলবার পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি হয়নি। এরই মধ্যে আরও তিন জনকে গ্রেফতারের কথা জানালো পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজারে আ.লীগের সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

/এএম/এমওএফ/
সম্পর্কিত
দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত
আ.লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই: এনসিপি
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
সর্বশেষ খবর
চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই: ইউরোপীয় ইউনিয়ন
চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই: ইউরোপীয় ইউনিয়ন
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
অর্থনীতির প্রশ্নে ট্রাম্পে হতাশ মার্কিনিরা
অর্থনীতির প্রশ্নে ট্রাম্পে হতাশ মার্কিনিরা
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন