X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

সংঘর্ষের পর জামায়াতের কার্যালয় ও সমর্থকদের ৬ দোকানে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮২ কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানাগার নির্মাণের কাজে বালু সরবরাহ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতের কার্যালয়, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের কার্যালয় ও জোরারগঞ্জ বাজারের ছয় ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়। জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, দোকানে তালা দেওয়ার আগে তাদের মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এসে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে বাজারে গিয়ে ছয়টি দোকান এবং জামায়াতের কার্যালয়ের তালা খুলে দেন। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের চার নেতাকর্মী আহত হন।

জামায়াতের কর্মী-সমর্থক ব্যবসায়ীরা জানান, কলেজের বিজ্ঞানাগার নির্মাণের কাজে বালু সরবরাহ নিয়ে সোমবার দুপুরে জোরারগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মাসুকুল আলম সোহান ও জামায়াতের নেতা জামাল উদ্দিনের নেতৃত্বে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মাসুকুল আলম সোহান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী। ওই ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা জোরারগঞ্জ বাজারে জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের ছয়টি দোকানে ও , ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে তালা দেন। তার আগে ওসব ব্যবসায়ীকে মারধর করা হয়।

তালা দেওয়া ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান হলো- জামায়াতের সমর্থক আনোয়ার হোসেনের লেপ-তোশকের দোকান, মো. শরীফের ওয়ার্কশপ, শাহনেওয়াজের কনফেকশনারির দোকান, মোহাম্মদ নবী, সোহেলের আসবাবপত্র তৈরির দোকান ও মো. ইউসুফের রড-সিমেন্টের দোকান।

ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের জেরে সোমবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা দলবেঁধে এসে আমার দোকানে হামলা করেন। আমাকে মারধর করেছেন। পরে জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের আরও পাঁচটি দোকানে তালা লাগিয়ে দেন। সেইসঙ্গে তাদেরও মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেন। আমরা জামায়াত সমর্থন করি। কোনও পদে কিংবা ঝামেলার মধ্যে নেই। আমাদের মূল পরিচয় ব্যবসায়ী। সব রাজনৈতিক দলের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক রাখতে হয়। তবে এভাবে আমাদের মারধর করে বাজার থেকে তাড়িয়ে দিয়ে দোকানে তালা দেওয়ার ঘটনা নজিরবিহীন।’

এ ব্যাপারে জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী বলেন, ‘সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ঘটনার জেরে বাজারে আমাদের দলীয় কার্যালয় ও জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের মারধর করে দোকানপাটে তালা দেন বিএনপির লোকজন। এ বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগের পর মঙ্গলবার দুপুরে দোকানপাট ও দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন তারা।’

এ বিষয়ে জানতে জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মাসুকুল আলম সোহানের মোবাইল নম্বরে বারবার কল দিলেও ধরেননি।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘সংঘর্ষের ঘটনাটি দুঃখজনক। আমি এলাকায় থাকলে এটি হতে দিতাম না। এর জের ধরে সন্ধ্যায় বিএনপির অতি উৎসাহী কিছু লোকজন জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের কয়েকটি দোকানে তালা দিয়েছেন। যারা কাজটি করেছেন, মোটেও ঠিক করেননি। মঙ্গলবার দুপুরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে দোকানগুলোর তালা খুলে দিয়েছি আমি। বিষয়টি বসে মীমাংসা করে দেবো।’

জোরারগঞ্জ থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, ‘সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির
সর্বশেষ খবর
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ