ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় পটকা জব্দ করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) ভোরে কসবা উপজেলার কাশিরামপুর এলাকায় ৬০ বিজিবির অভিযানে এসব পটকা জব্দ করা হয়। পটকাগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বির জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে এক লাখ ৯০ হাজার ৪০০ পিস ভারতীয় ‘কোবরা বাজি’ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার বাংলাদেশের ২৫ গজ ভেতরে অভিযান চালিয়ে এসব পটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।