X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ২২:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২২:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় জড়িত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এমন ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান।

শনিবার দুপুর ১২টার দিকে আবু মুহাম্মদ রায়হান নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট করেন। ঘোষণার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। ওই পোস্টে রায়হান উল্লেখ করেন, ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের পুলিশে সোপর্দ করলে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’ 

পোস্টের নিচে এক মন্তব্যে তিনি লিখেছেন, ‘এই ঘোষণা শুধু কুমিল্লা অঞ্চলের জন্য। আটক ব্যক্তি অবশ্যই অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সরবরাহকারী ও সংরক্ষণকারী হতে হবে। নামমাত্র পদধারী কোনও ব্যক্তিকে আটকের জন্য এই পুরস্কার প্রযোজ্য হবে না।’

এ ব্যাপারে আবু মুহাম্মদ রায়হান বলেন, ‘রাসেল ভাইপার সাপ যখন চারদিকে বেড়ে গিয়েছিল, তখন পুরস্কারের ঘোষণা দেওয়ায় মানুষ সাপটি ধরে বস্তার ভরে নিয়ে আসে পুরস্কারের জন্য। একইভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের কেউ ধরে যদি বস্তায় ভরে নিয়ে আসে পুলিশের কাছে, তাহলে বিষয়টি খারাপ হবে না। এজন্যই পুরস্কারের ঘোষণা দিয়েছি এবং ঘোষণা অনুযায়ী কেউ সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।’

পুরস্কারের অর্থ কোথা থেকে আসবে জানতে চাইলে রায়হান বলেন, ‘আমরা শিক্ষার্থীরাই বিস্কুটের বাক্সে করে নিজেদের মধ্যে চাঁদা তুলে আন্দোলন করেছি। এখনও আমরা নিজেরাই এই পুরস্কারের অর্থ দেবো একইভাবে। আমরা অন্য কারও কাছ থেকে অর্থ দিয়ে এই পুরস্কার দেবো না।’

আবু মুহাম্মদ রায়হানের ভাষ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগের অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি, ককটেল ছুড়েছে। ওই সময় প্রচুর অবৈধ অস্ত্র ছাত্রলীগের অস্ত্রধারীদের কাছে ছিল। এই অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তারা।

/এএম/
সম্পর্কিত
চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল: চিফ প্রসিকিউটর
আপসনামা নিয়ে দুই পক্ষের দুই মত, উত্তপ্ত আদালত প্রাঙ্গণ
আন্দোলনে হামলাকুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে ডিম নিক্ষেপ
সর্বশেষ খবর
সরকারে আ.লীগের দোসর আছে, সতর্ক থাকার আহ্বান জয়নুল আবদিন ফারুকের
সরকারে আ.লীগের দোসর আছে, সতর্ক থাকার আহ্বান জয়নুল আবদিন ফারুকের
টিকটকে পরিচয় তারপর বিয়ে: স্বামীর খোঁজে চেয়ারম্যানের বাড়িতে নববধূ
টিকটকে পরিচয় তারপর বিয়ে: স্বামীর খোঁজে চেয়ারম্যানের বাড়িতে নববধূ
চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল: চিফ প্রসিকিউটর
চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল: চিফ প্রসিকিউটর
উপযুক্ত পরীক্ষাকেন্দ্র নিশ্চিতে বার কাউন্সিলে আইনজীবীর আবেদন
উপযুক্ত পরীক্ষাকেন্দ্র নিশ্চিতে বার কাউন্সিলে আইনজীবীর আবেদন
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা