X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত ৬৫ জন

রাঙামাটি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬

রাঙামাটি শহরে হঠাৎ করে মালিকবিহীন কুকুরের উৎপাত বেড়ে গেছে। গত তিন দিনে বেওয়ারিশ কয়েকটি কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৬৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে রোগীদের জলাতঙ্কের টিকা নিতে ভিড় দেখা গেছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি থেকেও চিকিৎসা নিতে হচ্ছে। হঠাৎ এসব কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় শহরে আতঙ্ক ছড়িয়েছে। 

জেলা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হাসপাতাল থেকে জলাতঙ্কের টিকা নিয়েছেন ৬৫ জন। কুকুরের কামড়ে আক্রান্ত কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ পেছন থেকে কামড় দিচ্ছে কুকুরগুলো। পথে হাঁটাই অনিরাপদ হয়ে পড়েছে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় টিকারও সংকট দেখা দিয়েছে।

হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে শহরের চম্পকনগর, ট্রাইবেল আদাম, কে কে রায় সড়ক, দেবাশীষ নগর, কল্যাণপুর, কলেজ গেট, ভেদভেদী, রাঙাপানি, ২ নম্বর পাথরঘাটা, রিজার্ভবাজার, আসামবস্তি ও তবলছড়িসহ অন্যান্য এলাকার বাসিন্দারা রয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন দিনে ৬৫ জন টিকা নিয়েছেন। এভাবে এক সপ্তাহ রোগী বাড়তে থাকলে জলাতঙ্কের টিকার সংকট দেখা দিতে পারে। হঠাৎ কী কারণে বেওয়ারিশ কুকুরের কামড়ে এত মানুষ আক্রান্ত হচ্ছেন, তা ভাবার বিষয়।’

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় মালিকবিহীন বা বেওয়ারিশ কুকুর দেখভাল করে পৌরসভা। এ ছাড়া বেওয়ারিশ কুকুরের জন্ম নিয়ন্ত্রণে কর্মসূচি চালানো হয়। এ কার্যক্রমে সংশ্লিষ্ট পৌরসভাকে স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সহযোগিতা করে থাকে। তবে গত কয়েক বছর ধরে পৌর এলাকায় কুকুরদের টিকা দেওয়া হয় না। বিষয়টি নিয়ে পৌর পরিষদে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। 

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুকুরের কামড়ে অনেকে আক্রান্ত হওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি আমরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা আমাদের কাছে সহযোগিতা চাইলে তাদের সহযোগিতা করবো।’

/এএম/
সম্পর্কিত
কাপাসিয়ায় কুকুরের কামড়ে আহত ৩৭, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন
এক কুকুরের কামড়ে আহত ১০
সেন্টমার্টিন দ্বীপে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ খবর
শাহাদাত বার্ষিকীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে স্মরণ
শাহাদাত বার্ষিকীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে স্মরণ
এবার উলভসের কাছে হার ম্যানইউর, আর্সেনালের উড়ন্ত জয়
এবার উলভসের কাছে হার ম্যানইউর, আর্সেনালের উড়ন্ত জয়
হাঙ্গেরিতে অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তাহসিন
হাঙ্গেরিতে অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তাহসিন
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ