X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে লাগলো টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে

টেকনাফ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৮

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে এসে পড়লো। এ সময়  স্থলবন্দরের অফিসের জানলা ও ট্রাকের কাচ ভেঙে গেছে। এতে আতঙ্কে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগে স্থলবন্দরে।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দুপুরে মিয়ানমার সীমান্তে লাল দ্বীপ-জালিয়ার দ্বীপে দুই গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলি বর্ষণ চলে। এতে আমাদের অফিসে এসে দুটি গুলি পড়ে। সে সময় আমরা দুই জন অফিসে কর্মরত ছিলাম।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আতঙ্কে বন্দরের শ্রমিকরা কাজ না করে চলে গেছে। ফলে মিয়ানমার থেকে আসা ২৪ হাজার ব্যাগের একটি বাণিজ্য ট্রলারের মালামাল খালাস বন্ধ রয়েছে। এ সীমান্তে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আমরা সবাই অনিরাপদে আছি।’

টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নাজির বলেন, ‘মিয়ানমার থেকে একটি ট্রলার মালামাল নিয়ে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছে। এই ট্রলার থেকে মালামাল খালাসের সময় মিয়ানমার থেকে গুলি এসে পড়ে। এতে শ্রমিকরা ভয়ে পালিয়ে যান। এখন বন্দরজুড়ে আতঙ্ক।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে তিনটি গুলি এসে পড়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা গুলি করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এদিকে, এক সপ্তাহ আগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদে জলসীমানায় দেশটির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফের কেরুনতলী সীমান্ত কেঁপে উঠেছে। মূলত নাফে লাল দ্বীপ নামক স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) মধ্যে গোলাগুলিতে প্রাণহানির ঘটনাও ঘটেছিল।

সেই দিন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন, ‘লাল দ্বীপে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে ব্যাপক গোলাগুলিতে সে দেশে ১৭ জনের মৃত্যুও খবর পেয়েছি। অনেকে নদীতে ভাসমান নৌকায় লাশ দেখেছিল।’

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনও আলোচনা হয়নি: প্রেস সচিব
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
সর্বশেষ খবর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত
১৬২০ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত
১৬২০ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত
মৌলভীবাজারে ডাকাতি: অস্ত্র-গুলি ও আট লাখ টাকাসহ গ্রেফতার ৭
মৌলভীবাজারে ডাকাতি: অস্ত্র-গুলি ও আট লাখ টাকাসহ গ্রেফতার ৭
খামারিদের জন্য পৃথক ব্যাংকের পরিকল্পনা নিয়েছে সরকার
খামারিদের জন্য পৃথক ব্যাংকের পরিকল্পনা নিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!