X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খোলা হলো সাড়ে তিন ফুট

রাঙামাটি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৩

উজান থেকে অব্যাহত পাহাড়ি ঢল এবং রাঙামাটিতে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে আবারও বিপদসীমায় পৌঁছেছে হ্রদের পানির স্তর, খোলা রয়েছে ১৬টি জলকপাট। সোমবার (২ সেপ্টেম্বর) হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আড়াই ফুট থেকে বাড়িয়ে সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে।

এর আগে, রবিবার (১ সেপ্টেম্বর) জলকপাট আড়াই ফুট খোলা থাকলেও হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আজ সোমবার সকাল থেকে সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮ দশমিক ৭৪ এমএসএল (সমুদ্রপৃষ্ঠ)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, ‘পানি বৃদ্ধি পাওয়ায় সাড়ে তিন ফুট করে গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে ৬৮ হাজার কিউসেক। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি।

দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষজন (ছবি: বাংলা ট্রিবিউন)

এর আগে, গত রবিবার (২৫ আগস্ট) হ্রদের পানি বেড়ে গেলে খুলে দেওয়া হয়েছিল কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। ওই দিন সকাল সাড়ে ৮টায় স্পিলওয়ে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।

এদিকে কাপ্তাইয়ের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ যাবৎ দুর্ভোগ পোহাচ্ছেন হ্রদের নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্রায় ১৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আশ্রয়কেন্দ্রে প্রায় ৮০০ মানুষ অবস্থান করছেন। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারচর, বরকল, বাঘাইছড়িসহ অন্যান্য উপজেলার ১৭টি ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পঞ্চমবারের মতো আবারও পানি বাড়ছে বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু গ্রামে। হ্রদের পানি না কমায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। তবে এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘জেলায় পানিবন্দি মানুষের জন্য ৯২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে বাঁধের পানি ছাড়া অব্যাহত রয়েছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে পানি কমে আসবে।’

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২
বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, ১৬ জলকপাট খোলা হলো সাড়ে তিন ফুট
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
আদিবাসীদের বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার সম্পূর্ণ হবে না: নাজমুল হক প্রধান
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে: পার্বত্য উপদেষ্টা
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
সর্বশেষ খবর
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
পুলিশ হত্যামামলার আসামি এক শিশুর মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
পুলিশ হত্যামামলার আসামি এক শিশুর মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬
নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম